‘শিল্পের জমিতে শিল্প গড়, শ্রমিকের অধিকার রক্ষা কর।‘
এই দাবিতে সোমবার পানিহাটি সোদপুর বিটি রোড ট্রাফিক মোড়ে হয়েছে গণ কনভেনশন। পানিহাটির ঐতিহ্য বাসন্তী কটন মিল, বেঙ্গল কেমিক্যাল, বিদ্যাসাগর কটন মিলের মতো কারখানা বা দমদমের এইচএমভি কারখানা সহ বারাকপুর মহকুমার বন্ধ বিভিন্ন কারখানা রয়েছে।
বন্ধ কারখানার জমিতে বহুতল আবাসন নয়, শিল্পের জমিতে শিল্প করতে হবে।
সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটি এই গণ কনভেনশন সংগঠিত করে। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সোমনাথ ভট্টাচার্য। কনভেনশনে প্রস্তাব উত্থাপন করেন জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি। প্রধান সিআইটিইউ নেতা এবং সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী। এছাড়াও এই গণ কনভেনশনে বক্তব্য রাখেন জহর ঘোষাল, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।
CITU Panihati
‘আবাসন নয়, বন্ধ কারখানার জমিতে গড়তে হবে শিল্প’

×
Comments :0