Kejriwal arrest

কেজরিওয়ালের আবেদন শুনবে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ

জাতীয়

দিল্লির মু্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদনে জরুরি শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। 
শুক্রবার শুনানি হবে বিচারপতি সঞ্জীব খান্না, বেলা এম ত্রিবেদী ও এম এম সুন্দরেশের বিশেষ বেঞ্চে। 
বৃহস্পতিবার রাতে আপ নেতা কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ইডি। 
শুক্রবার দিল্লির আবগারি নীতি বেনিয়ম মামলায় ধৃত কে কবিতার জামিনের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। কবিতা তেলেঙ্গানার প্রাক্তন মু্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা।
দিল্লির আবগারি নীতি ঘিরে বেনিয়মের অভিযোগে এই গ্রেপ্তারি গণতন্ত্রের হত্যা বলেছেন আপ নেতা গোপাল রাই। দলের নেতা মণীশ সিসোদিয়া এই মামলাতেই দীর্ঘদিন জেলে বন্দী। 
ইডি পাঠানো নয়টি সমন অগ্রাহ্য করেন কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে গ্রেপ্তারি এড়ানোর আবেদন জানান তিনি। আদালত তাঁর আবেদন খারিজ করার কিছু পর কেজরিওয়ালের বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Comments :0

Login to leave a comment