Jalpaiguri School Tree Felling

‘বিদ্যুৎ বিল মেটাতে‘ কাটা হলো গাছ, বিক্ষোভ জলপাইগুড়ির স্কুলে

জেলা

বিদ্যুতের বিল মেটাতে গাছ কাটার সিদ্ধান্ত নিতে হয়েছিল স্কুলকে। ৪টি গাছ কাটার কথা হলেও মোট ১৪টি গাছ কাটার অভিযোগে ক্ষোভ ছড়ালো জলপাইগুড়ির স্কুলে।  
ঘটনাটি জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত জলপাইগুড়ি জেলার একমাত্র কৃষি বিষয়ক শিক্ষাকেন্দ্র দেবনগর সতীশ লাহিড়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 
শুক্রবার এমন ঘটনার তীব্র বিরোধিতা করে স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী সহ পরিবেশ প্রেমী সংগঠন স্পোর পক্ষ থেকে কোতয়ালি থানায় দায়ের করা হয় অভিযোগ।
এই প্রসঙ্গে পরিবেশ সংগঠনের পক্ষে অর্কপ্রভ মজুমদার জানান, তারা বিস্তারিত খবর নিয়ে, শুক্রবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন, তারা চান পুলিশ ও বন দপ্তর সঠিক ভাবে তদন্ত করুক। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। 
অপরদিকে দেব নগর সতীশ লাহিড়ী স্কুলের পরিচালন কমিটি সদস্য সুবীর কুমার সরকার বলেন, চারটি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মূলত বকেয়া বিদ্যুতের বিল মেটাতে এবং স্কুলের উন্নয়নের কাজের জন্য। তবে এখন পর্যন্ত ১২টি গাছ কাটা হয়েছে।   পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি ছুটিতে আছেন বলে বিষয়টি এড়িয়ে যান। 
ম্যানেজিং কমিটির তরফে জানানো হয়েছে চারটি গাছ পুরনো হয়েছে। সেগুলি কেটে ইলেকট্রিক বিল মেটানোর কথা আলোচনা হয়েছিল 
ম্যানেজিং কমিটির সভায়। সেই অনুযায়ী প্রস্তাবও পাশ করা হয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, চারটি গাছ কাটার সিদ্ধান্ত হলেও চোদ্দটি গাছ কাটা হয়েছে। 
বন দপ্তর, ডি আই সেকেন্ডারি ও কোতোয়ালি থানায় এলাকাবাসী ও প্রাক্তন ছাত্র ও পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জানানো হলে তারা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান‌। 
স্থানীয় মানুষ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বক্তব্য অনুযায়ী স্কুলের ইলেকট্রিক বিল স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড এবং সরকারের দেওয়া অর্থ থেকে মেটানোর কথা কি ভাবে প্রধান শিক্ষক স্কুলের গাছ কেটে ইলেকট্রিক বিল মেটানোর কথা বলছেন বিষয়টি কারো বোধগম্য হচ্ছে না। উল্লেখ্য, জেলায় জেলায় স্কুলগুলি অভিযোগ তুলেছে কমপোজিট ফান্ডের টাকা না মেলায় দৈনন্দিন খরচ মেটানো অসম্ভব হয়ে পড়ছে। 

Comments :0

Login to leave a comment