Sealdah Station

খুলতে চলেছে শিয়ালদহ স্টেশনের এক নম্বর গেট

রাজ্য কলকাতা

ছবি - মামনি মজুমদার

শিয়ালদহ স্টেশনে প্রবেশ ও প্রস্থানের জন্য ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন প্রফুল্ল দ্বার খুলছে বৃহস্পতিবার।
১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এই প্রবেশ ও বাহিরের পথ এই ব্যস্ততম এই পথ খুলে গেলে যাত্রীদের প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। প্রবেশ দ্বারের সঙ্গে খুলবে এই দ্বার লাগোয়া চারটি টিকিট বুকিং কাউন্টার। রেল সূত্রে খবর দমদম স্টেশনে বাড়তি তিনটি টিকিট বুকিং কাউন্টার খুলবে আজকেই।
শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এই প্রফুল্লদ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ গেট। এই গেট থেকে বেরিয়ে পৌঁছানো যায় রাজাবাজার, সুরেন্দ্রনাথ কলেজ, কলেজ স্ট্রিট,  শিয়ালদা ফ্লাইওভারে। করোনার সময় ভিড় সামাল দিতে এই গেটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল।

 তারপর কেটে গেছে বেশ কয়েকটি বছর। এই গেটটি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, দৈনিক ১৫ লক্ষের বেশি যাত্রী যাতায়াত করে এই স্টেশন দিয়ে। এই গেটটি বন্ধ থাকায় শুধু যাত্রীরাই নয় ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই দিকের রাস্তার বহু ব্যবসায়ী। গেটটি নতুন করে সাজিয়ে খুলতে চলেছে রেল কর্তৃপক্ষ। এই খুলে যাওয়ায় খুশি রেল যাত্রীরা। পাশাপাশি হাপছেড় বাঁচলেন ব্যাবসায়ীরা। তাদের বক্তব্য প্রফুল্ল দ্বার বন্ধ থাকায় এতোদিন যাত্রীরা এই পথ এড়িয়ে চলতেন। তাঁরা ঘুরপথে তাদের গন্তব্যে পৌঁছাতেন। মানুষের সমাগম না থাকায় আমাদের বিপাকে পড়তে হয়েছে। এই গেমটি খোলায় আমরা আশাবাদী। নিত্যযাত্রীদের বক্তব্য, কলকাতার অন্যতম ব্যস্ত শিয়ালদহ স্টেশন। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রতিদিন। এই গেট খুলে য়াওয়ায় শিয়ালদহ উত্তর শাখায় যাত্রীদের ভিড় কমবে। একই সঙ্গে স্টেশনে প্রবেশ ও প্রস্থানের গতিও বৃদ্ধি পাবে। এদিন সকালে শিয়ালদহ স্টেশনে গিয়ে দেখা যায় এখনও কাজ চলছে। ইতিমধ্যেই দুটি গেটের একটি গেট খোলা রয়েছে। আজকেই এই দ্বার খুলবে এমনটাই রেল সূত্রে জানা গেছে।

Comments :0

Login to leave a comment