Abhishek Banerjee

প্রশ্ন সেলিমের চার্জশিটে অভিষেকের নাম বিজেপি’তে যোগদানের আমন্ত্রণ পত্র নয় তো?

রাজ্য

সিবিআই’র চার্জশিটে অভিষেক ব্যানার্জির নামোল্লেখ আসলে বিজেপি’তে যোগদানের আমন্ত্রণ পত্র নয় তো? বুধবার সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই প্রতিক্রিয়া জানিয়েছেন সিবিআই’র অতিরিক্ত চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম থাকা প্রসঙ্গে। 
বাস্তবে তৃণমূল সাংসদ ও মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এর আগেও বহু দুর্নীতি মামলায় অভিযোগ এলেও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই এবং ইডি কোনও ব্যবস্থা নেয়নি। এবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অভিষেক ব্যানার্জির যুক্ত থাকার অডিও ক্লিপ হাতে থাকলেও সিবিআই কোনও ব্যবস্থা নেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সেলিম। উলটে তদন্ত রিপোর্টকে ব্যবহার করে বিজেপি’র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের আশঙ্কাও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এর আগেও বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া করে টাকা পাচার থেকে কয়লা পাচার, ভুরি ভুরি অভিযোগ উঠেছে, কিন্তু তদন্ত করে কোনও ব্যবস্থাই নেয়নি মোদী অমিত শাহের তদন্তকারী এজেন্সি। এখন চার্জশিটে কেবলমাত্র অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ বিজেপি’র দিকে যাওয়ার জন্য আমন্ত্রণপত্র নয় তো? বহু অপরাধীদের কেবল দল বদল করানোর জন্য সিবি‌আই ইডি’কে ব্যবহারের নজির তো অজস্র। 
এদিকে সিবিআই’র অতিরিক্ত চার্জশিটে অভিষেক ব্যানার্জির উল্লেখ থাকলেও এড়িয়ে যাওয়া হয়েছে তাঁর পরিচয়। কিন্তু বিষয়টি জনপরিসরে চলে আসায় অভিষেক ব্যানার্জির আইনজীবী এক বিবৃতি বুধবার অভিযোগ করেছেন যে তৃণমূল সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে। সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন না দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জির ভূমিকা স্পষ্ট হোক। সে কারণে নামের উল্লেখ হলেও, সিবিআই’র চার্জশিটে দেওয়া হয়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয়। চার্জশিটে কারো কারো নামের সঙ্গে পরিচয়ও দেওয়া হয়েছে, আবার কারো কারো পরিচয় চেপে যাওয়া হয়েছে। কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জির পরিচয় দেওয়া হয়েছে তৃণমূলের নেতা বলে। অরুণ হাজরার পরিচয় বিজেপি হিসাবেই দেওয়া হয়েছে। কিন্তু কাকু যে ভাইপোর কাকু, কাকুর ভাইপো যে আসলে পিসির ভাইপো এটা বলা হলো না। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক বা অন্য পরিচয় দেওয়া হলো না।

Comments :0

Login to leave a comment