Telangana Encounter

গুলির লড়াইয়ে তেলেঙ্গানায় হত ৭ মাওবাদী

জাতীয়

রবিবার সকালে তেলেঙ্গানার মুলুগু জেলায় পুলিশের সাথে এনকাউন্টার চলাকালীন একজন শীর্ষ কমান্ডার সহ সাতজন মাওবাদী নিহত হয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক রবিবার এই দাবি করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন সিপিআই মাওবাদী এবং দু’জন রাজ্য কমিটির সদস্য। 
মুলুগু জেলার সুপারিনটেনডেন্ট অব পুলিশ শবরিশ জানিয়েছেন ‘‘ এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ মাওবাদী বিরোধী গ্রেহাউন্ডস ফোর্সের মধ্যে চালপাকা জঙ্গলে সংঘর্ষ শুরু হয়। অভিযানের সময় মাওবাদীদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। তারা অবশ্য কমান্ডোদের লক্ষ্য করে গুলি চালায়,  পুলিশকে পাল্টা গুলি করতে বাধ্য করে। পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় মাওবাদীদের। এনকাউন্টারে সাত মাওবাদীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, পুলিশের চর সন্দেহে এক সপ্তাহ আগেই দু'জন আদিবাসিকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে মাওবাদীরা। তারপরেই এই তল্লাশি অভিযান।’’
নিহতদের মধ্যে রয়েছেন তেলঙ্গানা রাজ্য কমিটির সম্পাদক কুসরাম মাঙ্গু ওরফে ভদ্রু ওরফে পাপান্না(৩৫), কমিটির সদস্য ইগোলাপু মাল্লাইয়া(৪৩), এরিয়া কমিটির সদস্য মুসাকি দেবল(২২) ও এম জমুনা(২৩), পার্টি সদস্য জয় সিং(২৫), কিশোর(২২) ও কামেশ(২৩)। ঘটনাস্থল থেকে রাইফেল, একে ৪৭ রাইফেল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পরপর গুলির লড়াইয়ে মাওবাদীদের মৃত্যু হয়েছে বলেও নিহতদের মধ্যে নিরীহ গ্রামবাসীরা থাকছেন কি না, সেই প্রশ্নও বারবার উঠেছে। এর আগে মাওবাদী দমন অভিযানে গ্রামবাসীদেরও প্রাণ হারাতে হয়েছে।

Comments :0

Login to leave a comment