"একজনও পরীক্ষার্থীকে কোন সমস্যার মুখে পড়তে হবে না। তারা যাতে ভালো ভাবে পরীক্ষা দিতে পারে তার দায়িত্ব প্রতিটা এসএফআই কর্মীর। অভিভাবকদের বলবো কোন গুজবে কান দেবেন না।" গণশক্তিকে এই কথা জানালেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।
তিনি জানিয়েছেন ছাত্র ছাত্রীদের জন্য তারা হেল্পলাইন নম্বর চালু করেছেন। নম্বরটি হলো
৯৮৭৫৬২২১৪৭।
দেবাঞ্জন বলেন, "ছাত্র সংসদ নির্বাচনের দাবিরত ছাত্রদের খুনের চেষ্টা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে আগামীকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়েই এই ধর্মঘট সংগঠিত হবে।
কিন্তু একাংশের মিডিয়া সহ কলকাতা পুলিশ কমিশনার ধর্মঘটকে কেন্দ্র করে বিভ্রান্তিকর উদ্বেগ ছড়ানোর চেষ্টা করছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট হবে জেনেও দলদাস বৃত্তি করতে তৎপর কলকাতা পুলিশ।"
তার কথায় আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাস্তায় রাস্তায় উপস্থিত থাকবে এসএফআইয়ের হেল্প ডেস্ক। কোনও ছাত্রছাত্রী অসুবিধায় পড়লে দ্রুত সমাধানের জন্য থাকছে বিশেষ হেল্পলাইন নম্বর।
Comments :0