বেশ কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়ান তারকা ফুটবলার তার বর্তমান ক্লাব টটেনহ্যাম হটস্পার্স ছাড়ার কথা বলেছিলেন। দীর্ঘ ১০বছর লন্ডনের ক্লাবটিতে খেলার পর অবশেষে অন্য চ্যালেঞ্জ নিতে চান সন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউলে তার ঘরের মাঠে নিউক্যাসলের বিরুদ্ধে এক্সজিবিশন ম্যাচে সমর্থকরা তাকে অভ্যর্থনা দেন। এবার শোন যাচ্ছে এই ফুটবলারের এমএলএসে যোগদানের খবর। মার্কিন যুক্তরাষ্টের শীর্ষ ফুটবল লিগ এমএলএস বা MLS ( মেজর লিগ সকার ) -এ ইউরোপিয়ান ফুটবলারদের যোগদানের খবর নতুন কিছু নয়। ডেভিড বেকহ্যাম শুরু করে ডেভিড ভিয়া , ইব্রাহিমোভিচ , গ্যারেথ বেল , লিও মেসি , সার্জিও বুস্কেটস ,জর্ডি আলবা সবাই খেলেছেন এমএলএসে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন সন।
সন সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন যে, ২০২৬বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হতে চলছে। ফলে এই সময় তার এমএলএসে যোগদান সনের জন্য অ্যাডভান্টেজ হতে পারে। কারণ ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ( USA ) , কানাডা ও মেক্সিকোতে। বর্তমানে তার বয়স ৩৩বছর। ফলে সবথেকে কমবয়সী বিশ্বতারকা হিসেবে তিনি যোগদা করতে চলেছেন এমএলএসে। তার আগে মেসি ও রয়েস ৩৫বছর , সুয়ারেজ ৩৭ বছর , হুগো লরিস ও অলিভার জিরুড ৩৭বছর বয়সে এসেছিলেন এমএলএসে। এছাড়াও টটেনহ্যামে তার একসময়ের সতীর্থ গোলরক্ষক হুগো লরিসের সঙ্গে ফের একবার পুনর্মিলন ঘটবে সন হিউং মেনের।
Comments :0