Teesta Setalavad

সুপ্রিম কোর্টে কিছুটা হলেও স্বস্তি তিস্তা শিতলাবাদের

জাতীয়

সুপ্রিম কোর্ট বুধবার ২০০২ সালের গুজরাট দাঙ্গা মামলায় সাক্ষ্য জালিয়াতির অভিযোগে সমাজকর্মী তিস্তা শিতলাবাদকে দেওয়া অন্তর্বর্তী সুরক্ষা বাড়িয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ১৯ জুলাই। সুপ্রিম কোর্ট ১৯ জুলাই পর্যন্ত গুজরাট হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দিয়েছে যা শিতলাবাদকে "অবিলম্বে আত্মসমর্পণ" করতে বলেছিল।


বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এএস বোপান্না এবং দীপঙ্কর দত্তের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ বুধবার দুপুর ১২.৩০ টার দিকে গুজরাট হাইকোর্টের আদেশ স্থগিত করে। ২০০২ সালের গুজরাট দাঙ্গার সাথে সম্পর্কিত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জড়িত করার জন্য নথি জাল করার অভিযোগে গুজরাট পুলিশ তিস্তা শিতলাবাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিল। গুজরাট দাঙ্গায় তৎকালীন বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিবিধ কার্যকলাপ সম্পর্কে সোচ্চার হন তিস্তা। প্রথম থেকেই সংঘ পরিবারের চুক্ষুশূল তিনি।

Comments :0

Login to leave a comment