তপন বিশ্বাস:চোপড়া
তৃণমূল নেতার গ্রেপ্তারিতে বাধা। অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। প্রবল উত্তেজনা রয়েছে চোপড়ায়। ঘটনাটি চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালকাপুর গ্রামে।
পুলিশের উপর পালটা হামলার অভিযোগ উঠল স্থানীয় একাংশের বিরুদ্ধে।
অস্ত্র আইনে অভিযুক্ত পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন সদস্য মুজিবুর রহমান। অভিযোগ, শনিবার তাঁকে গ্রেপ্তার করে গ্রাম থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের পথ আটকায় একাংশ। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরই ফাঁকে ওই তৃণমূল নেতা পালিয়ে যায়। ঘটনার পর বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছায়। অভিযুক্ত তৃণমূল নেতার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ‘আমরা বহু আগে থেকেই এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান চালাতে পুলিশকে বলেছি। কিন্তু পুলিশ দুষ্কৃতীদের সাথে সম্পর্ক রেখে চলে। যার ফলে চোপড়া বিধানসভায় এলাকা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য পরিণত হয়। এখন তারা পুলিশের উপর আক্রমণ করতে দ্বিধাবোধ করছে না। আইন-শৃঙ্খলা এতটাই তলানিতে ঠেকেছে। যেখানে পুলিশই সুরক্ষিত নয়। সাধারণ নাগরিকের কি হবে?’ উল্লেখ্য, পরপর নির্বাচনে এই দুষ্কৃতীবাহিনীই সশস্ত্র আক্রমণ চালিয়েছে এই এলাকার সিপিআই(এম) কর্মীদের ওপর। কেবল নির্বাচনই নয়, বিভিন্ন ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীবাহিনী তাণ্ডব চালিয়েছে।
Comments :0