9 July Strike

৯ জুলাই ধর্মঘটের সমর্থনে মিছিল বারাকপুরে

জেলা

দেশজুড়ে ৯ জুলাই ধর্মঘটের সমর্থনে মিছিল হলো বারাকপুরে। মঙ্গলবার বারাকপুর স্টেশন চত্বর থেকে সিআইটিইউ সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে হয় এই মিছিল। 
শ্রম কোড বাতিলের দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এই ধর্মঘটের ডাক দিয়েছে। ২০ মে ধর্মঘট হওয়ার কথা ছিল। কিন্ত পহেলগাম পরবর্তী পরিস্থিতিতে ধর্মঘটের সূচি বদলানো হয়। ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ জানান ৯ জুলাই হবে ধর্মঘট। 
এদিন বারাকপুর থেকে মিছিলে
স্মার্ট মিটার বসানোর বিরোধিতা করা হয়। সেই সঙ্গে বিকাশ ভবনে অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠির নিন্দা করা হয়। 
মিছিলে নেতৃত্ব দেন সিআইটিইউ জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি সহ সিআইটিইউ নেতৃবৃন্দ। মিছিলে ছিলেন এআইটিইউসি, টিইউসিসি, এআইইউটিইউসি, ইউটিইউসি নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment