HS RESULT

কাল ফলপ্রকাশ উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের

রাজ্য

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার অর্থাৎ প্রথম পর্বের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে শুক্রবার। কাল ১২:৩০ মিনিটে সংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। তারপরই দুপুর ১টা থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে দেখা যাবে ফল। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হওয়ার পর কালই প্রথম ফলপ্রকাশ।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, "এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ্য ৬০ হাজার ৪৪৩ জন। পরীক্ষা শুরু হয় ৮ সেপ্টেম্বর এবং পরীক্ষা শেষ হয় ২২ সেপ্টেম্বর। পরীক্ষা শেষের ঠিক ৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে।"  
সংসদের তরফে জানানো হয়েছে যে ফলপ্রকাশের পাশাপাশি প্রথম ১০ জনের নামও ঘোষণা করা হবে। তবে এটা মেধাতালিকা নয়। চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ চতুর্থ সেমিস্টার শেষে ফলপ্রকাশের সময়ই মেধাতালিকা প্রকাশ করা হবে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। তারপরই ফলপ্রকাশ করে দেওয়া হবে চূড়ান্ত মার্কশিট।

Comments :0

Login to leave a comment