Trent Alxander Arnold

লিভারপুল ছেড়ে রিয়ালের পথে আর্নল্ড

খেলা

Trent Alxander Arnold

অবশেষে জল্পনার অবসান ঘটল । লিভারপুল ছাড়ার কথা ঘোষণা করলেন স্বয়ং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। নিজের ইন্সট্রাগ্রাম থেকে ভিডিও করে প্রায় ২০বছরের সম্পর্কের ইতি ঘটানোর কথা জানালেন ট্রেন্ট । তিনি জানিয়েছেন ' এটা আমার জন্য সবথেকে কঠিন একটি সিদ্ধান্ত । নিজের  জীবনের ২০টা বছর আমি এই ক্লাবে দিয়েছি । একাডেমির পর এই ক্লাবের হয়ে আমি খেলেছি । সমর্থকদের ভালোবাসা আমার কাছে সবসময় থেকে যাবে '। পরবর্তী ক্লাবে নিজের চ্যালেঞ্জের ব্যাপারে তিনি জানিয়েছেন ' আমি নতুন চ্যালেঞ্জ এক্সপিরিয়েন্স করতে চাই । নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে আরো এগিয়ে যেতে চাই '।  অর্থাৎ লিভারপুলের সঙ্গে প্রায় ২০বছরের সম্পর্ক ছিন্ন করে ভিন্ন ক্লাবে সই করবেন ট্রেন্ট। তার পরবর্তী গন্ত্যব্য হতে চলেছে স্পেনের রাজধানী মাদ্রিদ শহর । অনেকদিন ধরেই রিয়াল মাদ্রিদ চেষ্টা করছিল এই রাইট ব্যাককে সই করানোর জন্য । পরের মরসুমেই সেই কাজে সফল হতে চলেছে তারা। প্রয়োজনে মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন ট্রেন্ট । আগামী মরশুমে রিয়ালের কোচ হতে পারেন জাভি আলোন্সো । তার ফর্মেশনে সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছেন এই ট্রেন্ট । এম্ব্যাপে , ভিনি , রড্রিগো , বেলিংহ্যামদের সঙ্গে ট্রেন্ট আসায় আরো শক্তিশালী হল রিয়াল মাদ্রিদের স্কোয়াড। 

Comments :0

Login to leave a comment