Manipur ethnic conflict

'পৃথক রাজ্য': মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মণিপুরের আদিবাসী বিধায়করা

জাতীয়

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে দেখা করে মণিপুরের জাতিগত সংকট নিরসনে তাঁর হস্তক্ষেপ দাবী করেছেন মণিপুরের ১০ জন আদিবাসী বিধায়ক।
আদিবাসীদের জন্য "পৃথক প্রশাসনের" দাবিকে আরও জোরদার করতে, কুকি-জো উপজাতিরা প্রথমবারের মতো ২৯ নভেম্বর মণিপুর ছাড়াও কমপক্ষে পাঁচটি রাজ্যে সমাবেশ করবে।
মণিপুর আদিবাসীদের শীর্ষ সংগঠন আদিবাসী নেতাদের ফোরামের (আইটিএলএফ) শীর্ষ নেতা গিঞ্জা ভুয়ালজং শনিবার জানিয়েছেন, ২৯ নভেম্বর কুকি-জো আদিবাসীদের মহাসমাবেশ মিজোরাম, ত্রিপুরা, দিল্লি, কর্ণাটক ও তামিলনাড়ু ছাড়াও মণিপুরের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে।
ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) সভাপতি জোরামথাঙ্গা বলেন, মন্ত্রীসহ মণিপুরের উপজাতীয় বিধায়করা বৃহস্পতিবার আইজলে তাঁর সঙ্গে দেখা করেন এবং প্রতিবেশী রাজ্যে চলমান জাতিগত অস্থিরতা নিয়ে মণিপুর ও নাগাল্যান্ডের নাগা নেতাদের সঙ্গে আলোচনা করার অনুরোধ করেন।
তিনি বলেন, কুকি-জো উপজাতির মণিপুরের বিধায়করা মণিপুরের জাতিগত সংঘাতের এই সময়ে নাগা উপজাতি সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছিলেন।

Comments :0

Login to leave a comment