উপনির্বাচনর দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। মঙ্গলবার দেশের সাতটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি ও ত্রিপুরার দুটি কেন্দ্র ধনপুর ও বক্সনগর। ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে ও ৮ সেপ্টেম্বর গণনা। কয়েকমাস আগেই ত্রিপুরা নির্বাচন হয়েছে সেখঅনে ধনপুর কেন্দ্র থেকে নির্বাচনে জিতেছেন বিজেপির প্রতীমা ভৌমিক। তিনি অবশ্য লোকসভার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীও বটে। বিধানসভা নির্বাচনে জিতলেও তিনি সাংসদ পদটি রাখতেই বেশি পছন্দ করেন। সেই কারণে ওই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। ওই কেন্দ্র থেকেই ২০১৮ নির্বাচনে জিতে এসেছেন ত্রিপুরার প্রাক্তণ মুখ্যমন্ত্রী মানিক সরকার। কিন্রু ২০২৩ নির্বাচনে তিনি নির্বাচনে লড়েননি।
অপরদিকে বক্স নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন সিপিআই(এম)’র সামসুল হক। কিন্তু তার মৃত্যু হওয়ার কারণে সেখানে উপ নির্বাচন হচ্ছে। দুটো আসনেই সিপিআই(এম) কংগ্রেস জোট প্রার্থীই নির্বাচনে জিতবে এমনটাই দাবি করা হচ্ছে। অপরদিকে তিপরা মথা এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। গত বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল তিপরা মথা ভোট কাটার ফলে বহু আসন হাতছাড়া হয় বামফ্রন্ট-কংগ্রেস জোটের। বিরোধী ভোট দ্বিধা বিভক্ত হওয়ায় বিজেপি প্রার্থীরা অনেক জায়গাতেই সল্প মার্জিনে বেড়িয়ে যায়। ধনপুরে যেমন জনজাতী ভোটের সংখ্যা বেশি তেমনি বক্সনগরে রয়েছে সংখ্যা লঘুদের ভোট। সুতরাং দুটি আসনে যদি সিপিআই(এম)-কংগ্রেস জোট ভাল ফল করতে পারে তাহলে বিজেপি সরকারের ওপর অনেকটাই চাপ বাড়াবে।
Comments :0