হামাসকে অস্ত্র ছেড়ে দিতে হবে। তা'হলে ধাপে ধাপে গাজা থেকে সেনা সরাবে ইসরাইল। না হলে চলবে গণহত্যা। এবার সেক্ষেত্রে প্রকাশ্যে সমর্থন দেবে আমেরিকা।
সোমবার মাঝরাতে হোয়াইট হাউস থেকে এই মর্মে যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন আমেরিকায় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এদিকে গাজায় হামাস জানিয়েছে তাদের কাছে এমন কোন লিখিত প্রস্তাব আসেনি।
এদিন কুড়ি দফা প্রস্তাব পত্র প্রকাশ করেছেন ট্রাম্প এবং নেতানিয়াহু। সমঝোতা পত্র বলা হলেও ছত্রে ছত্রে রয়েছে হুঁশিয়ারি।
বলা হয়েছে গাজায় প্রশাসনিক দায়িত্ব নেবেন টেকনোক্র্যাটদের একটি গোষ্ঠী। আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী নামানো হবে পরিস্থিতি সুস্থিত করার জন্য। শর্ত মানা হলে গাজা থেকে কাউকে সরানো হবে না। গাজার পুনর্গঠন হবে।
পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন বকলমে গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ব্যবস্থা করছে ট্রাম্প প্রশাসন।
সমঝোতা পত্রে বলা হয়েছে হামাস শর্ত মানলে ইজরায়েলের জেল থেকে ছাড়া হবে প্রাণদণ্ডে দণ্ডিত আড়াইশো প্যালেস্তিনীয়কে। আরো ১৭০০ জনকে ছেড়ে দেওয়া হবে। উল্টোদিকে গাজায় বন্দি ইজরায়েলীদের ছেড়ে দিতে হবে হামাসকে।
ট্রাম্প হামাসের উপর শর্ত মানার দায় চাপিয়ে দিয়েছেন। তিনি বলেছেন হামাস শর্ত মানলে ৭৮ ঘণ্টার মধ্যে জেল থেকে বন্দিরা মুক্তি পাবে।
হামাস নেতা মেহমুদ মারদয়ি জানিয়েছেন লিখিত কোনো প্রস্তাব হাতে আসেনি।
নিতান ইয়াহু এদিনও হুমকির সুরেই বলেছেন হামাস শর্ত না মানলে ইজরায়েল দ্রুত ‘কাজ শেষ করবে’। ইজরায়েল আগেই জানিয়েছে কাজ মানে গাজা থেকে ২৩ লক্ষ প্যালেস্তিনীয়কে তাড়ানো।
গত ২৪ ঘন্টায় ৩৩ জন প্যালেস্তিনীয়কে হত্যা করেছে ইজরায়েলের সেনা।
Gaza
সমঝোতার নামে গাজা দখলের শর্ত শোনালেন ট্রাম্প, নেতানিয়াহু

×
Comments :0