আমেরিকার বাইরে বানানো যে কোনো সিনেমার ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার রাষ্ট্রপতি বলেছেন, বিদেশের সিনেমা ঢুকে পড়ে আমেরিকার ঘরের শিল্পের সর্বনাশ করছে। নিজেদের সিনেমা বাঁচাতে হবে। সিনেমা শিল্পে বিনিয়োগ আনতে হবে।
তবে এই সিদ্ধান্তে আদৌ হলিউডের উপকার হবে কিনা সন্দেহ আছে। কারণ ওয়ার্নার ব্রাদার্স বা ডিজনির প্রযোজনায় তৈরি সিনেমার বহু কাজ হয় বাইরে। ফলে খরচ বাড়বে তাদেরই।
গত মে মাসে ট্রাম্প সিনেমায় কর বসানোর লক্ষ্য জানিয়েছিলেন। এদিন নির্দেশিকা জারি করে বাণিজ্য বিভাগকে আমদানি শুল্ক কার্যকর করার নির্দেশ দেন।
ট্রাম্প এর আগে একতরফা বিভিন্ন দেশের পণ্যে আমদানি শুল্ক বসান। তাতে আমেরিকার ক্রেতা এবং উৎপাদকদের খরচ বেড়েছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে চাহিদা বা কাজ বিশেষ বেড়েছে এমন নয়। তবে উগ্র জাতীয়তাবাদী রাজনীতির হাত ধরে নিজের অনুগামী অংশকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন।
TRUMP CINEMA
বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

×
Comments :0