Uttarkashi tunnel collapse

উত্তরকাশিতে চলছে পঞ্চম দিনের উদ্ধার কাজ

জাতীয়

উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কিয়ারায় একটি নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের জন্য পঞ্চম দিনের উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে। উদ্ধারকারীরা সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে আটকে পড়া শ্রমিকদের মানসিক স্বাস্থ্যও পর্যবেক্ষণ করছেন।
২৪ টন ওজনের অত্যাধুনিক পারফরমেন্স অগার ড্রিলিং মেশিনটি যদি তার সক্ষমতা অনুযায়ী সঠিকভাবে কাজ করে তবে এটা ঘণ্টায় ৫ মিমি গতিতে সুড়ঙ্গটি কেটে ফেলতে পারবে।
চিনিয়ালিসৌর হেলিপ্যাড থেকে ভারতীয় বিমান বাহিনীর হারকিউলিস বিমানে দিল্লি থেকে আনা ড্রিলিং মেশিনের তিনটি চালান সুড়ঙ্গে পৌঁছেছে। চিনিয়ালিসৌর থেকে সুড়ঙ্গের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।
৮০০ মিমি ইভাকুয়েশন টিউব ঢোকানোর জন্য প্রায় ৫০ মিটার ধ্বংসাবশেষে প্রবেশ করতে হবে।
কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিং উদ্ধার কাজ খতিয়ে দেখতে আজ সুড়ঙ্গে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলছে।

Comments :0

Login to leave a comment