UN Venezuela

‘ড্রাগ যুদ্ধের’ প্রচার মিথ্যা, লক্ষ্য দেশ দখল, রাষ্ট্রসঙ্ঘে বলল ভেনেজুয়েলা

আন্তর্জাতিক

ক্যারিবিয়ানে আমেরিকা যুদ্ধজাহাজ ঘিরছে ভেনেজুয়েলাকে।

সারা বিশ্বকে মিথ্যা বলে ইরাক আক্রমণ করেছিল আমেরিকা। লিবিয়া এবং আফগানিস্তান আক্রমণ করেছিল ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের’ মিথ্যা প্রচার ছড়িয়ে। আজ সেভাবেই ভেনেজুয়েলাকে আক্রমণের লক্ষ্য করা হয়েছে। তার প্রতিরোধ জারি থাকবে।
ভেনেজুয়েলাকে মার্কিন সেনা ঘিরছে নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে। ক্যারিবিয়ান সাগরে গিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ।
রাষ্ট্রসঙ্ঘের ৮০-তম সাধারণ পরিষদ অধিবেশনে ভেনেজুয়েলার বিদেশ মন্ত্রী ইউভান গিল সরব জানিয়েছেন প্রতিবাদ। ধন্যবাদ জানিয়েছেন বিকাশশীল একাধিক দেশের গোষ্ঠী ‘ব্রিকস’-কে। বলেছেন কমিউনিটি অব লাতিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস গোষ্ঠী সেলাক-কে। 
ভেনেজুয়েলা রাষ্ট্রসঙ্ঘে বলেছে, রাষ্ট্রসঙ্ঘের সনদের তোয়াক্কা না করে যুদ্ধের প্রস্তুতি চলছে। ভেনেজুয়েলা তার সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেবে। 
গিল বলেছেন, ‘‘বিশ্বের কেউ বিশ্বাস করে না ভেনেজুয়েলা আমেরিকা বা বিশ্বের অন্য দেশে নিষিদ্ধ মাদক পাচার চক্রকে মদত দিচ্ছে। ভেনেজুয়েলা দখল করার জন্য ‘ড্রাগের বিরুদ্ধে যুদ্ধের’ মিথ্যা প্রচার ছড়ানো হচ্ছে। আসল লক্ষ্য হলো প্রাকৃতিক সম্পদ দখল করা। ভেনেজুয়েলা তার প্রাকৃতিক তেল, প্রাকৃতিক সম্পদ এবং তার নাগরিকদের রক্ষায় লড়াই চালাবে। 
তিনি বলেছেন, ‘‘বিশ্বের কাছে সত্যকে তুলে ধরছে ভেনেজুয়েলা’। তিনি বলেছেন, ‘‘ড্রাগ যুদ্ধের নামে আসলে ভেনেজুয়েলায় জবরদস্তি ক্ষমতা বদলের লক্ষ্যে নামা হয়েছে। বারবার গোপনে বা প্রকাশ্যে ভেনেজুয়েলাকে অস্থির করার চেষ্টা হয়েছে। ১০৪২ বার নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। তাও শান্তির পথে লড়াই চালাচ্ছে ভেনেজুয়েলা।’’

Comments :0

Login to leave a comment