রাজ্যে ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’-র খবর ছড়ানোর পর থেকেই ভুগছিলেন অবসাদে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা করছিলেন। শেষ পর্যন্ত পাওয়া গিয়েছে তাঁর দেহ।
পরিবার জানিয়েছে, অবসাদের জেরে আত্মহত্যা করেছেন টালিগঞ্জের বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা দিলীপ কুমার সাহা।
৬৫ বছরের বৃদ্ধ দিলীপ কুমার সাহা থাকতেন বাঁশদ্রোণীর আনন্দপল্লীতে। অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে রবিবার পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআই(এম) জেলা কমিটি সদস্য শুভঙ্কর গাঙ্গুলি, সিপিআই(এম) নেত্রী রিনা গাঙ্গুলি এবং যুবনেতা সুখেন ঘড়ুই। দিলীপ সাহার স্ত্রী’র সঙ্গে কথা বলেন তাঁরা।
সিপিআই(এম) নেতৃত্বের কাছে শোকে ভেঙে পড়ে মৃত বৃদ্ধের স্ত্রী জানিয়েছেন যে ভোটার তালিকায় এই সংশোধনের খবরে বেশ কয়েকদিন দরে উদ্বিগ্ন ছিলেন দিলীপ কুমার সাহা। তার ওপর বিহারে ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার খবর পান। বাড়িতে বলছিলেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। এমনকি ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে। আতঙ্ক, আশঙ্কা গিলে নিয়েছিল বৃদ্ধকে।
পরিবার জানিয়েছে আনন্দপল্লী এলাকায় জমা জল বাড়িতে ঢোকে। বহু কাগজপত্র নষ্ট হয়ে যায়। প্রতি বছর এই সঙ্কট রয়েছে। তৃণমূল কংগ্রেস পৌরভোটে জয়ী হলেও জল জমার সমস্যা কমাতে নজর দেয় না বলে তীব্র অভিযোগ স্থানীয়দের। সিপিআই(এম) নেতাদের সে কথা জানিয়েছে পরিবারও।
জানা গিয়েছে ১৯৭০ নাগাদ বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন দিলীপ কুমার সাহা। প্রয়োজনীয় নথি থাকলেও জলে তা নষ্ট হয়ে যায়। তিনি চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী হিসেবে কাজ করছেন। বাড়িতে তাঁর পুত্র ও পুত্রবধূ রয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।
ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া ‘এসআইআর’ নাম বাদ যাওয়ার আশঙ্কা ছড়াচ্ছে। বিহারে এসআইআর’র পর খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। এর আগে এনআরসি-সিএএ নিয়ে এমন আশঙ্কা ছড়ানো হয়েছিল। বামপন্থী সহ বিজেপি বিরোধী দলগুলি ‘এসআইআর’-কে ঘুরপথে এনআরসি বলে চিহ্নিত করেছে।
SIR Suicide
ভোটার তালিকায় বাদ পড়ার শঙ্কায় বাঁশদ্রোণীতে আত্মহত্যা বৃদ্ধের, বলছে পরিবার

×
Comments :0