গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার বিচারপতি ত্রিবেদী এবং বিচারপতি শর্মার বেঞ্চ বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিন মঞ্জুর করেছেন। তবে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডির মামলায় জামিন পায়নি কেষ্ট। যার ফলে তিহারেই থাকতে হবে তৃণমূল নেতাকে।
এদিন আদালতে কেষ্টর আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয় মূল অভিযুক্ত এনামুল হক জামিন পেলেও কেষ্টকে আটকে রাথা হচ্ছে। পাল্টা সিবিআইয়ের পক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। তারা জানায় শীঘ্র অনুব্রতর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে। যদিও আদালত সিবিআইয়ের যুক্তিকে গ্রাহ্য না করে জামিন দিয়েছে অনুব্রতকে। শর্তসাপেক্ষ জামিনের বলা হয়েছে পাসপোর্ট জমা রাখতে হবে তাকে। বিচার প্রক্রিয়া শুরু হলে তদন্তকারিদের সহযোগীতা করতে হবে।
গরু পাচার এবং আর্থীক কেলেঙ্কারির মামলায় ২০২২ এর আগস্ট মাসে গ্রেপ্তার হন তৃণমূলের জেলা সভাপতি। প্রথমে সিবিআই গ্রেপ্তার করলে পরে ওই মামলায় ইডিও তাকে গ্রেপ্তার করে। তারপর তিহারে নিয়ে যাওয়া হয় তাকে। মেয়ে সুকন্যাও বাবার সাথেই জেলে।
তৃণমূল নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার তদন্তের গতি নিয়ে বার বার প্রশ্ন তলেছে সিপিআই(এম)। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার প্রতিটা ক্ষেত্রে তৃণমূল নেতাদের দিকে অভিযোগ থাকলেও কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। যার জেরে একটার পর একটা মামলা থেকে জামিন পেয়ে যাচ্ছেন তারা।
Comments :0