Atishi

বিধায়কদের সাসপেন্সন নিয়ে চিঠি অতিশীর

জাতীয়

আপের ২১ জন বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধার বিরোধীতা করে বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তকে চিঠি দিলেন বিরোধী দলনেতা অতিশী। শুক্রবার অধ্যক্ষকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, গণতন্ত্রে বিরোধীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু বিগত কয়েকদিন ধরে বিরোধীদের কন্ঠস্বর চাপা দেওয়ার জন্য যেই যেই পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে গণতন্ত্রের ওপর আঘাত নামিয়ে আনা হচ্ছে। তিনি আরও লিখেছেন, বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে বিধায়কদের যদি সাধারণ মানুষের বিষয় নিয়ে প্রশ্ন করা থেকে বিরত করা হয় তাহলে গণতান্ত্রিক পরিবেশ কি ভাবে বজায় থাকবে?

মুখ্যমন্ত্রীর ঘর থেকে আম্বেদকরের ছবি সড়ানোকে কেন্দ্র করে বিধানসভায় বিক্ষোভ দেখান আপ বিধায়করা। মঙ্গলবার বিক্ষোভ দেখানোর জন্য অতিশী সহ ২১ জন আপ বিধায়ককে সাসপেন্ড করা হয়। অধ্যক্ষের অভিযোগ রাজ্যপালের ভাষণের সময় আপ বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ভাষণে বাধা দেওয়ার জন্য ২১ জন বিধায়ককে সাসপেন্ড করা হয়।

চিঠিতে বিরোধী দলনেতা উল্লেখ করেছেন রাজ্যপালের ভাষণের সময় শাসক দলের বিধায়করা ‘মোদী মোদী’ স্লোগান দিচ্ছিলেন। তার উত্তরে বিরোধী দলের বিধায়করা আম্বেদকরকে স্মরণ করে ‘জয় ভীম’ স্লোগান তোলে। শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হলো না। কিন্তু আম্বেদকরের নাম স্লোগান দেওয়ার ফলে বিরোধী দলের বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো। 

অতিশী আরও অভিযোগ করেছেন যে বিধানসভায় মহাত্মা গান্ধী মূর্তির সামনে গিয়ে যখন তারা বিক্ষেভ দেখাতে যান তখনও তাদের সেই কাজে বাধা দেওয়া হয়।    

Comments :0

Login to leave a comment