মুখ্যমন্ত্রীর ঘর থেকে আম্বেদকরের ছবি সড়ানোকে কেন্দ্র করে বিধানসভায় বিক্ষোভ দেখান আপ বিধায়করা। মঙ্গলবার বিক্ষোভ দেখানোর জন্য অতিশী সহ ২১ জন আপ বিধায়ককে সাসপেন্ড করা হয়। অধ্যক্ষের অভিযোগ রাজ্যপালের ভাষণের সময় আপ বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ভাষণে বাধা দেওয়ার জন্য ২১ জন বিধায়ককে সাসপেন্ড করা হয়।
চিঠিতে বিরোধী দলনেতা উল্লেখ করেছেন রাজ্যপালের ভাষণের সময় শাসক দলের বিধায়করা ‘মোদী মোদী’ স্লোগান দিচ্ছিলেন। তার উত্তরে বিরোধী দলের বিধায়করা আম্বেদকরকে স্মরণ করে ‘জয় ভীম’ স্লোগান তোলে। শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হলো না। কিন্তু আম্বেদকরের নাম স্লোগান দেওয়ার ফলে বিরোধী দলের বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো।
অতিশী আরও অভিযোগ করেছেন যে বিধানসভায় মহাত্মা গান্ধী মূর্তির সামনে গিয়ে যখন তারা বিক্ষেভ দেখাতে যান তখনও তাদের সেই কাজে বাধা দেওয়া হয়।
Comments :0