attack with sharp weapon

চপারের কোপ স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে, গ্রেপ্তার অভিযুক্ত

জেলা

প্রতিকী ছবি

স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে চপার দিয়ে কোপ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতের নাম রাজকুমার রায়। মেমারি থানার আমাদপুরের কাঁসারিপাড়ায় তাঁর বাড়ি। বুধবার সকালে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের মুরগির দোকান রয়েছে। চপারটি দোকানেই সে লুকিয়ে রেখেছে বলে পুলিশকে জানায়। তাকে নিয়ে তল্লাশি চালিয়ে দোকান থেকে চপারটি উদ্ধার করে সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারপতি ধৃতকে ১২ মার্চ ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন।

পুলিস জানিয়েছে, রাজকুমারের স্ত্রী পিয়ালি রায় বর্তমানে তাঁর বাপেরবাড়ি মেমারি থানার দেঁহা গ্রামে থাকেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ সেখানে রাজকুমার ও পিয়ালির কাকা রবীন্দ্রনাথ দাস যায়। পিয়ালিকে তাঁর স্বামী অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয়। প্রতিবাদ করায় তাঁকে সে মারধর শুরু করে। আচমকা কাছে থাকা চপার দিয়ে পিয়ালির কোমরে সে কোপ দেয়। মেয়েকে আক্রান্ত হতে দেখেন বাঁচাতে আসেন জয়ন্তী দাস ও ভূবন দাস। তাঁদেরও চপারের কোপ মারে রাজকুমার। চপারের কোপে তিনজনই গুরুতর জখম হন। চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জয়ন্তী ও ভূবনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে পিয়ালি রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। মারধর ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
 

Comments :0

Login to leave a comment