SIR BLO Threat

‘কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেব’: মহিলা বিএলও-কে হুমকি, ধিক্কার সেলিমের (দেখুন ভিডিও)

রাজ্য

বিএলও-দের হুমকি, ফরম নিজেদের কাছে রাখার মতো একগুচ্ছ বেনিয়ম চলছে রাজ্যের এসআইআর প্রক্রিয়ায়। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম জানিয়েছেন, শতাধিক অভিযোগ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এদিন একটি অডিও ক্লিপ শুনিয়েছেন সেলিম। সরাসরি হুমকি দেওয়া হচ্ছে বিএলও-কে। বলা হচ্ছে, ‘আমাদের লোক না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবি’। বলা হয়েছে, ‘পাকামি করবি না। কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেব।’ 
সেলিম বলেছেন, সোদপুরের এক বিএলও-কে দেওয়া হয়েছে এমন হুমকি। মহিলার নিরাপত্তার ওপর আক্রমণ করা হয়েছে। বলে দিতে হবে না যে এই হুমকিবাজ কোন দলের। তিনি বলেছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এমন অভিযোগ। সোদপুরে সিপিআই(এম)’র বুথ এজেন্ট তাঁকে বিষয়টি জানিয়েছেন। শতাধিক অভিযোগ পাঠানো হয়েছে কমিশনে। তিনি বলেছেন, কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে না। প্রহসন করছে।    
অডিও-তে পুরুষকণ্ঠে মহিলা বিএলও-কে শাসাতে শোনা যাচ্ছে। বলা হচ্ছে, আমাদের জন্য না দাঁড়িয়ে বেরিয়ে পড়েছিস কেন? 
বিএলও বলছেন, আমাকে অফিস থেকে ফোন করে বলা হচ্ছে বেরনোর জন্য। তোমার লোক তো আসেনি। আমাকে স্কুলেও যেতে হবে।
ফোনের ওপার থেকে ফের শাসানি, পাকামো করিস না নিজের থেকে। বলা হচ্ছে, আমাকে তো জানাবি। বেশি এখানে পাকামি করবি না। মারধর খেয়ে যাবি। যেখানে পারবি জানা। দাঁড়িয়ে থাকবি। না’হলে ক্যালানি খাবি। কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেব। 
উঁচু স্বরে ধমক দিয়ে বলা হচ্ছে, তোর যে বাবাদের জানাবি জানাবে। কিচ্ছু করতে পারবে না। 
এই ভিডিও’র সত্যতা যদিও ‘গণশক্তি’ ডিজিটাল পরীক্ষা করেনি। 
সেলিম বলেছেন, তৃণমূল এবং প্রশাসন নিয়মিত বিএলও-দের শাসাচ্ছে। সিইও নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে না। 
এক প্রশ্নে সেলিম বলেন, বুথ লেভেল এজেন্টরা অভিযোগ জানাচ্ছেন। তাকে আমরা রাজ্য থেকে পাঠাচ্ছি। নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের, কমিশনের। সিইও, ইসিআই-কে ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক দলকে অভিযোগ জানাতে হবে কেন।
সেলিম কমিশনের উদ্দেশ্যে বলেন, এত লোককে ভয়ে ফেললেন। আমরা জনতাকে বলছি বলছি ভয় পাবেন না। কিন্তু তৃণমূল এবং বিজেপি তো ভয় দেখাচ্ছে। তিনি বলেন, তৃণমূলের ভয় আছে বলে এসআইআর প্রক্রিয়ায় বাধা তৈরি করছে। তার মানে ওরা ত্রুটিমুক্তি ভোটার তালিকা চায় না। আর কমিশন দপ্তর ব্যবস্থা নিতে পারে না। এটাই সেটিং রাজনীতি। আসলে ভোটচুরি ব্যাপক মাত্রায় করছে বিজেপি-তৃণমূল একসঙ্গে। কমিশনের আধিকারিকরা যুক্ত বলেই ভোটচুরি হয়, ভোটলুট হয়। ভোটার তালিকা শোধরানোর সময় ভয় দেখানো হয়।

Comments :0

Login to leave a comment