bundesliga

শুক্রবার বুন্দেসলিগায় বড়ম্যাচ

খেলা

bundesliga ছবি প্রতীকী।

 

শুক্রবার রাত ১টায় ( শনিবার ) জার্মান বুন্দেসলিগায় বড়ম্যাচ । সিগন্যাল ইডুনা পার্ক স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন লেভারকুরসেন । গত মরশুমের মতো এই মরশুমেও জাভি আলোন্সোর অধীনে দারুণ ফুটবল উপহার দিচ্ছে লেভারকুরসেন । গত ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে জাভির দল । এই মুহূর্তে ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে বেশ কয়েকবছর ধরেই ডর্টমুন্ডের খেলায় ধারাবাহিকতার স্পষ্ট অভাব লক্ষ্য করা যাচ্ছে । গত মরশুমে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠলেও তাদের হারতে হয়েছিল রিয়াল মাদ্রিদের কাছে । এই মরশুমেও নুড়ি শাহিনের দলকে ফের একবার হারিয়েছে রিয়াল । ঘরোয়া লীগে এই মুহূর্তে ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ডর্টমুন্ড । উল্ফসবার্গের কাছে গত ম্যাচে জয় পেয়েছে ডর্টমুন্ড । জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় নুড়ি শাহিনের দল । 

Comments :0

Login to leave a comment