Bihar

বৃহস্পতিবার বিহারের শপথ নেবে এনডিএ সরকার, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয়

২০ নভেম্বর বিহারে শপথ নেবে এনডিএ সরকার। সূত্রের খবর ওইদিন শপথ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সরকারের শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রীকে হবে তা এখনও পর্যন্ত এনডিএ’র পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তবে বিহারের ফলাফলের পর বিজেপির একাধিক নেতা দাবি করেছে যে নীতিশের নেতৃত্বই তৈরি হবে নতুন সরকার। শুক্রবার বিহারের ফলাফল ঘোষণার পর এখনও পর্যন্ত এনডিএ বিধায়কদের কোন বৈঠক হয়নি।
এবারের বিধানসভা নির্বাচনে বিহারে বিপুল জয় পেয়েছে এনডিএ। ২০২টি আসন রয়েছে তাদের দখলে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান বিহারের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপি শরিকদের সাথে কোন সংঘাতে যাবে না। কেন্দ্রে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর সমর্থন নিয়ে কোন মতে সরকারে গঠন করতে পেরেছে বিজেপি। এই পরিস্থিতিতে নীতিশ যদি এনডিএ ছেড়ে ফের অন্য কারুর হাত ধরে তবে কেন্দ্রে চাপে পড়বে বিজেপি। এই অঙ্ক মাথায় রেখেই নীতিশকে মুখ্যমন্ত্রী করবে এনডিএ।

Comments :0

Login to leave a comment