Delhi

এবার দিল্লিতে শুরু হলো বিজেপির নাম পরিবর্তনের রাজনীতি

জাতীয়

এবার দিল্লি। ক্ষমতা দখল করেই জায়গার নাম বদলের রাজনীতি শুরু করলো বিজেপি। এদিন বিধানসভা অধিবেশনে বিজেপি বিধায়ক নীলম পেহালওয়ান দাবি করেন নাজাফগড়ের নাম বদল করে করা হোক নাহারগড়। তিনি দাবি করেন মহারাজ নাহার সিংহের নামে নামকরন করা হোক ওই এলাকার। তার কথায় তিনি প্রথম বিধানসভায় কথা বলার সুযোগ পেয়েছেন তাই সেখানকার মানুষের যেই দাবি সেই কথা তুলে ধরছি। 

বিজেপি বিধায়ক দাবি করেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব ওই জায়গার নাম পরিবর্তন করে করেন নাজাফগড়। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বিভিন্ন সময় এই নাম পরিবর্তনের বিষয়টি দেখা গিয়েছে। 

তবে নীলম প্রথম নয় এর আগে প্রাক্তন সংসদ বর্তমানে দিল্লির মন্ত্রী পরেশ ভর্মাও ওই জায়গার নাম বদলের দাবিতে সরব হয়েছিলেন। তাদের দাবি ওই এলাকার মানুষের সাথে অন্যায় করা হচ্ছে নাম পরিবর্তন না করে। এর পাশাপাশি আরও একজন বিজেপি বিধায়ক অনিল শর্মা দাবি করেছেন তার বিধানসভা এলাকায় থাকা মহম্মদপুরের নাম বদল করে করা জোক মাধবপুর।

অতীতে দেখা গিয়েছে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কথা উল্লেখ করে নাম পরিবর্তনের খেলায় মেতেছে বিজেপি। সেই এলাকার মানুষের কি সমস্যা সেই নিয়ে কখনও সেই ভাবে তারা সরব হয়নি। মানুষ যখন কাজ চাইছে, জিনিসের দাম কমানোর কথা বলছে তখন বিজেপি এলাকার নাম পরিবর্তন করে বিশেষ এক সম্প্রদায়ের বিরুদ্ধে বিষ ছড়িয়ে এই সব মূল বিষয় থেকে নজর সড়াতে চাইছে তারা।  

Comments :0

Login to leave a comment