বিহারে চাকরি প্রার্থীদের ওপর পুলিশের লাঠি চার্জের সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্সহ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘প্রশ্ন ফাঁসের দুর্নীতি সামনে এসেছে তাও বিজেপির তার তদন্ত না করে পড়ুয়াদের ওপর লাঠি চার্জ করে বিষয়টি ধামা চাপা দিতে চাইছে।’’
এক্সহ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘আন্দোলনরত যুবদের সাহস ভাঙার জন্য যেই স্বৈরাচারি পদক্ষেপ নেওয়া হয়েছে তা অত্যন্ত নিন্দা যোগ্য।’’ খাড়গের অভিযোগ গোটা দেশ জুড়ে প্রশ্ন ফাঁসের এই ধরনের চক্র চালাচ্ছে বিজেপি।
গত সাত দিনে প্রায় ৭০টি প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা সামনে এসেছে। এর ফলে বিপিএসসি’র প্রায় ৩.২৮ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলে রয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে নীতিশ সরকারকে নিশানা করে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘‘সরকারের দায়িত্ব যে কোন ধরনের দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার। কিন্তু সেই কাজ না করে চাকরি প্রার্থীরা প্রতিবাদ করলে তাদের সেই প্রতিবাদ পুলিশের আত্যাচার নামি দমিয়ে দেওয়া হচ্ছে।’’ তিনি আরও লিখেছেন যে, ঠান্ডায় পড়ুয়াদের ওপর যে ভাবে জলকামান এবং লাঠি চার্জ করা হয়েছে তা অত্যন্ত অমানবিক। বিহারে বিজেপির ডবল ইঞ্জিন সরকার, ডবল অত্যাচারের প্রতীক হয়ে উঠেছে।
গত ১৩ ডিসেম্বর যেই বিপিএসসি পরীক্ষা হয়েছে তা বাতিলের দাবিতে সরব হয়েছেন পড়ুয়ারা। প্রশ্ন ফাঁসের দাবিকে সামনে রেখে তারা পরীক্ষা বাতিলের দাবি তুলেছে। রবিবার তাদের প্রতিবাদের ওপর লাঠি চার্জ করা হয়। জল কামানও চালায় পুলিশ। বিহারে চাকরি প্রার্থীদের ওপর এই হামলার তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।
BIHAR
বিহারে চাকরি প্রার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ কংগ্রেসের
×
Comments :0