CONGRESS

বদলানো হয়েছে ইভিএম, অভিযোগ বাঘেলের

জাতীয়

CPIM TMC BJP AIKS WEST BENGAL PANCHAYAT ELECTION WEST BENGAL POLITICS 2023 BENGALI NEWS

বদলে ফেলা হয়েছে ইভিএম! এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি এইবার রাজনন্দনগাঁও লোকসভা আসন থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন। 

সোশ্যাল মিডিয়া এক্সে ভূপেশ বাঘেল লিখেছেন, ‘‘নির্বাচনে ব্যবহার হতে চলা প্রতিটি ইভিএমের নম্বর আমাদের জানিয়েছিল নির্বাচন কমিশন। ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের নির্দিষ্ট ক্রমিক সংখ্যা রয়েছে। কিন্তু নির্বাচনের পরে দেওয়া ১৭সি ফর্মের সঙ্গে মিলিয়ে দেখতে গিয়ে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে ক্রমিক সংখ্যার হেরফের রয়েছে। বহু বুথে এমন নম্বর বদলে দেওয়া হয়েছে। এরফলে হাজার হাজার ভোট প্রভাবিত হতে পারে।’’

ভূপেশ বাঘেল বলেছেন, ‘‘রাজনন্দনগাঁও ছাড়াও আরও বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে একই ঘটনা সামনে এসছে। আমরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকে বিষয়টি জানিয়েছি। কোন পরিস্থিতিতে মেশিন বদলানো হল, সেটা নির্বাচন কমিশনকে জানাতে হবে। এরফলে নির্বাচনের ফলাফল বদলে গেলে তার দায় কে নেবে?’’

ভূপেশ বাঘেলের দেওয়া তালিকা অনুযায়ী, রাজনন্দনগাঁও কেন্দ্রের অন্তর্গত কাওয়ারধা, খৈরাগড়, রাজনন্দনগাঁও, ডোঙ্গরগাঁও, ডোঙ্গরগড়, খুজ্জি সহ প্রায় সমস্ত বিধানসভা কেন্দ্রেই মেশিন বদলে দেওয়া হয়েছে। 

এরইমাঝে দেশের প্রশাসনিক কর্তাদেরও বার্তা দিয়েছে কংগ্রেস। একটি আবেদন বার্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘‘দেশের সমস্ত প্রশাসনিক কর্তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, সংবিধানকে বাঁচাতে হবে। দেশকে বাঁচাতে সংবিধান মেনে গণনা প্রক্রিয়া চালাবেন। কোনওরকম অন্যায়ের সঙ্গী হবেন না। ভয় পাওয়ার কিছু নেই। কোনও অসংবিধানিক প্রক্রিয়ার সামনে মাথা নত করবেন না। কোনও শক্তির সামনে পদানত না হয়ে নিজদের কর্তব্য পালন করুন। দেশের ভবিষ্যত প্রজন্মের জন্য, উন্নত গণতন্ত্র এবং দীর্ঘমেয়াদী সাংবিধানিক ব্যবস্থার জন্য আপনাদের এই ভূমিকা গুরুত্বপূর্ণ।’’

 

 

Comments :0

Login to leave a comment