Mid night campaign

মধ্যরাতে পঞ্চায়েতের প্রচার সিপিআই(এম)’র

রাজ্য কলকাতা পঞ্চায়েত ২০২৩

মধ‍্যরাতেও পঞ্চায়েত ভোটের প্রচারে বামপন্থীরা। রবিবার ভোর রাতে মানিকতলার খান্না সিনেমা সংলগ্ন হরি সাহা হাটে  পঞ্চায়েত ভোটের প্রচার চালালেন সিপিআই(এম) কর্মী সমর্থক সহ বামপন্থী গণসংগঠনের কর্মীরা। গ্রাম থেকে আসা মানুষের কাছে পঞ্চায়েত ভোটের বার্তা পৌঁছে দিতে মহানগরের রেলস্টেশন, বাস ডিপো,লঞ্চ ঘাট সহ বিভিন্ন জায়গায় চলছে নিবিড় প্রচার। গ্রামের মানুষের কাছে পঞ্চায়েত ভোটের বার্তা পৌঁছে দিতে বাজারের বিক্রেতাদের মধ‍্যেও চলছে প্রচার। হরি সাহার হাট শুরু হয় মধ‍্যরাতে। চলে ভোর পর্যন্ত। সেই হাটেই এদিন মধ‍্যরাত থেকে নির্বাচনী প্রচারে দেখা গেল মহানগরের বামপন্থী কর্মীদের। রবিবার সকাল থেকেই মহানগরের বিভিন্ন বাজারেও চলে প্রচার।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন