গোটা দেশজুড়ে ডাকঘর সংযুক্তিকরণের কাজ শুরু করেছে ডাকবিভাগ। তার প্রভাব এসে পড়েছে কোচবিহার শহরেও। কোচবিহার শহরের ওপর অবস্থিত ৮টি সাব পোস্ট অফিসকে কোচবিহার মুখ্য ডাকঘরের সঙ্গে সংযুক্তিকরণের অপচেষ্টায় লিপ্ত হয়েছে ডাক প্রশাসন। এই সংযুক্তিকরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং কোনও ভাবেই এই সাব পোস্ট অফিসগুলিকে সরিয়ে না নেওয়ার দাবিতে বুধবার কোচবিহার রেলওয়ে স্টেশন সাব পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এই সাব পোস্ট অফিসের গ্রাহকেরা।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা সম্পাদক রতন কুমার রায়, রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা সম্পাদক নারায়ণ চন্দ্র আমিন প্রমুখ।
সূত্রে খবর, প্রথম ধাপে কোচবিহার শহরে অবস্থিত কোচবিহার রেলওয়ে স্টেশন সাব পোস্ট অফিস, পাটাকুড়া সাব পোস্ট অফিস এবং গুঞ্জবাড়ি সাব পোস্ট অফিসকে সংযুক্তিকরণ করা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে এর প্রক্রিয়া। এরপর ধীরে ধীরে বাকি ৫টি সাব পোস্ট অফিসকে এই সংযুক্তিকরণের আওতায় আনা হবে। কোচবিহার শহরে এই ৫টি সাব পোস্ট অফিসের মধ্যে রয়েছে দুর্গা বাড়ি সাব পোস্ট অফিস, রেলঘুমটি সাব পোস্ট অফিস, নিউটাউন সাব পোস্ট অফিস, বাজার সাব পোস্ট অফিস এবং ব্যাঙচাতরা রোড সাব পোস্ট অফিস। এই বিষয়টি সামনে আসতেই সীমাহীন হয়রানির আশঙ্কা করছেন এই সাব পোস্ট অফিসগুলির গ্রাহকেরা।
পেনশনার্স আন্দোলনের দুই নেতৃত্ব রতন কুমার রায় এবং নারায়ণ চন্দ্র আমিন এদিন বলেন, "এই সাব পোস্ট অফিস গুলি সংযুক্তিকরণ হলে জনজীবনে এর ব্যাপক প্রভাব পড়বে এর মধ্য দিয়ে বয়স্ক পেনশনারদের সীমাহীন ভোগান্তির মুখে পড়তে হবে। তারা বলেন যে শুধুমাত্র শহরের এই কোচবিহার রেলওয়ে স্টেশন সাব পোস্ট অফিসেই রেল বিভাগ ডাক বিভাগ সহ বিভিন্ন বিভাগের শতাধিক পেনশনার্স এবং ফ্যামিলি পেনশনার্সদের অ্যাকাউন্ট রয়েছে। এখান থেকেই তারা প্রতি মাসে তাদের পেনশন সংগ্রহ করেন। এদের মধ্যে কারও বয়স ৭৫বছর, কারও ৮০বছর, আবার কারও আরও বেশি। অনেকেই চলাফেরা করার সক্ষমতা হারিয়েছেন। তারা তাদের বাসস্থানের পার্শ্ববর্তী এই সাব পোস্ট অফিস থেকে প্রতি মাসে পেনশন সংগ্রহ করেন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এই সাব পোস্ট অফিসকে যদি কোচবিহার মুখ্য ডাকঘরের সাথে সংযুক্ত করা হয়, তাহলে যেমন তাদের অনেকটা দূর যাওয়ার কষ্ট বাড়বে, ঠিক একই ভাবে মুখ্য ডাকঘরে প্রচুর ভিড়ের মধ্যে পড়তে হবে তাদের। তাই এই সাব পোস্ট অফিসগুলি সংযুক্তিকরণ না করার দাবিতে এদিন সোচ্চার হয়েছেন তারা।
Comments :0