যে কোন জায়গায় বদলি করলে কাজ করতে তৈরি, কিন্তু অনৈতিক ভাবে বদলি কোন ভাবেই মেনে নেবেন না। স্বাস্থ্য ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, দেবাশিস হালদাররা।
আরজি কর আন্দোলনের অন্যতম তিনজন প্রধান মুখ অনিকেত মাহাত, দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়ার বদলিকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনজনের অভিযোগ কাউন্সিলিংয়ে তাদের এক জায়গায় পোস্টিংয়ের কথা বললেও পরবর্তীতে তাদের দেখা গিয়েছে অন্যত্র পোস্টিং করা হয়েছে। তিনজন জুনিয়র চিকিৎসক জানিয়েছেন তারা এই বদলিকে মানবেন না, প্রয়োজনে আন্দোলনের পথে যাবেন।
অভিযোগ, নিয়ম মেনে সিনিয়র রেসিডেন্টশিপের কাউন্সেলিং প্রক্রিয়ায় কে কোথায় নিয়োগ চান জানতে চাওয়ার পরেও মেধাতালিকায় তাদের অন্যত্র পোস্টিং করা হয়েছে।
চিকিৎসকদের কথায়, যে কোনও হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদটি ‘বন্ড’ পোস্টিং। মেধাতালিকায় থাকা চিকিৎসকেরা পোস্টিংয়ের জন্য পছন্দের জায়গা বেছে নিতে পারেন। মেধাতালিকার উপরের দিকে যারা থাকেন তারা সাধারণত আগে সুযোগ পান। তারপর করা হয় নিয়োগ।
অনিকেতদের অভিযোগ মেধাকে অমান্য করে তাদের পোস্টিং করা হচ্ছে। চলতি বছর এম.ডি চূড়ান্ত পরীক্ষার ভিত্তিতে ৭৭৮ জন চিকিৎসকের স্বচ্ছ কাউন্সেলিংয়ের মাধ্যমে বন্ড পোস্টিং সম্পন্ন হয়। চিকিৎসকদের কথায় এই পরিবর্তন 'ভুল' বা 'প্রশাসনিক জটিলতা' বলে চালানো সম্ভব নয়। এটি স্পষ্টভাবে দেবাশিসের পূর্ববর্তী আন্দোলনমুখর ভূমিকার প্রতিহিংসামূলক প্রতিক্রিয়া।
Comments :0