Mohua Maitra cash-for-query case

মহুয়ার বিরুদ্ধে আগামীকাল রিপোর্ট পেশ করবে এথিক্স কমিটি

জাতীয়

আগামীকাল জমা টাকার বিনিময় প্রশ্ন কান্ডে মহুয়া মৈত্রর বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হবে সংসদে। এথিক্স কমিটির রিপোর্টে বলা হয়েছে মহুয়ার সাংসদ পদ খারিজের কথা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষের সাথে দেখা করে দাবী জানান মহুয়ার বিষয়ে লোকসভায় আলোচনা করার। অধ্যক্ষের প্রতিক্রিবা জানা যায়নি। 
মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ শিল্পপতি হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে লোকসভায় আদানি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ। মহুয়া যে তাকে তার ব্যাক্তিগত মেইল ব্যবহার করতে দিয়েছেন তা বিবৃতি দিয়ে জানিয়েছেন শিল্পপতি। তার কথায় জাতীয় স্তরের নিজেকে প্রাসঙ্গিক করার জন্য তৃণমূল সাংসদ এই কাজ করেছেন। দুবের অভিযোগের ভিত্তিতে বিজেপি সাংসদ বিনোদ শঙ্করের নেতৃত্বে এথিক্স কমিটি গঠন করা হয়। সেই কমিটি আগামীকাল রিপোর্ট পেশ করবে বলে খবর। 
 

Comments :0

Login to leave a comment