জেলার উৎপাদিত সমস্ত আলু চাষিদের বিনা হয়রানিতে হিমঘরে ঢোকানোর ব্যবস্থা করা, ১৩০০ টাকা কুইন্টাল আলুর এম এস পি ঘোষণা এবং সরকারী নিয়ম মেনে ক্রয়, চালের দাম নিয়ন্ত্রন, অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করার দাবিতে গোটা রাজ্যের সাথে পথ অবরোধে সামিল হলেন সংযুক্ত কিষান মোর্চার ডাকে বামপন্থী কৃষক সংগঠনের কর্মী নেতৃবৃন্দ। শুক্রবার জলপাইগুড়ি শহরের ৭৩ মোড়ে শিলিগুড়ি হলদিবাড়ি রোডে পথ অবরোধ করে নির্দিষ্ট দাবি আদায়ের লক্ষে আন্দোলন করেন কৃষকরা। ১ ঘন্টা পথ আটকে চলে প্রতিবাদ কর্মসূচি। হলদিবাড়িগামী বহু গড়ি আটকে যায় অবরোধে। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক নেতা সলিল আচার্য, আশিষ সরকার, তপন গাঙ্গুলী, খেত মজুর আন্দোলনের নেতৃত্ব সমিজ উদ্দিন আহমেদ, কৌশিক ভট্টাচার্য, কৃষক নেতা গোবিন্দ রায়, বিনয় বর্মন, কমলকৃষ্ণ ব্যানার্জী, প্রকাশ রায়, সহ অন্যান্য কৃষক নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন রাজ্যের আলু চাষিদের স্বার্থে এবং কৃষক সমাজের ন্যায্য অধিকারের দাবিতে, অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করার দাবিতে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই এক ঘণ্টার পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। জলপাইগুড়িতে অন্যান্য দাবি গুলোর মধ্যে রয়েছে আলুর দাম কুইন্টাল প্রতি ১৩০০ টাকা,দাম দিয়ে সরকারী ভাবে ক্রয় করা,এর পাশাপাশি ১০০ দিনের কাজ, এবং চালের দাম নিয়ন্ত্রন। জলপাইগুড়ির বিক্ষোভ অবরোধ কর্মসূচিতে আশপাশের বিভিন্ন ব্লকের চাষীরা যোগদান করেছিলেন।
Comments :0