Punjab Farmers

অনশনরত কৃষকনেতার সমর্থনে পাঞ্জাবে ‘শাটডাউন’ কৃষকদের

জাতীয়

অমৃতসরের রাস্তা আটকেছেন বিক্ষুব্ধ কৃষকরা।

অনশনরত কৃষকনেতা জগজিত সিং দাল্লেওয়ালের সমর্থনে রাজ্যজুড়ে ‘শাটডাউন’ পালন করছেন পাঞ্জাবের কৃষকরা। দাল্লেওয়ালের অনশন সংক্রান্ত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার ফের শুনানি হওয়ার কথা। 
দাল্লেওয়াল ৩৫ দিন ধরে অনশনে। কিসান-মজদুর মোর্চা এবং সংযুক্ত কিসান মোর্চা (নন পলিটিক্যাল) নামে দু’টি কৃষক সংগঠনের কর্মীরা পাঞ্জাব হরিয়ানা সীমান্তে শম্ভু ও খানৌরিতে আন্দোলনরত। দিল্লি অভিমুখে তাঁদের মিছিল আটকানোয় চলছে বিক্ষোভ। 
সোমবার খানৌরি এবং শম্ভুতে বিক্ষোভ দেখান কৃষকরা। শতাধিক কৃষক সংগঠনের মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা ঘটনা ঘিরে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি তুলেছে। বৈঠকের জন্য সময় চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠিও পাঠিয়েছে সংগঠন। 
সারা দেশে ডিসেম্বরেই পাঁচশোর বেশি জেলায় সংযুক্ত কিসান মোর্চা বিক্ষোভ দেখিয়েছে ফসলের ন্যূনতম দাম নিশ্চিতকরণে আইনের দাবিতে। দাবি রয়েছে কৃষিঋণ মকুবেরও। এই পর্বে কৃষক আন্দোলনে অন্যতম বড় বিষয় হয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষি বিপণন নীতি কাঠামোর খসড়া বাতিল। 
সারা ভারত কৃষকসভার সহসভাপতি এবং দেশের কৃষক আন্দোলনের নেতা হান্না মোল্লা বলেছেন, ‘‘কৃষি বিপণনের নতুন নীতি কাঠামো চালু হলে তিন কৃষি আইনের থেকেও মারাত্মক প্রভাব পড়বে কৃষি ক্ষেত্রে। কৃষকদের ফসল বিক্রির সরকারি কৃষি বাজার ব্যবস্থা তুলে দিয়ে কর্পোরেটের অবাধ আনাগোনা বৈধ করা হবে।’‘ 
রবিবার পাঞ্জাব সরকারের প্রতিনিধিরা কথা বলেন দাল্লেওয়ালের সঙ্গে। তবে অনশন তুলে নিতে নারাজ তিনি। 
সিপিআই(এম) পলিট ব্যুরো শনিবারই কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে সব কৃষক সংগঠনের সঙ্গে কথা বলার জন্য।

Comments :0

Login to leave a comment