Accident

বিমানবন্দরের সামনে সরকারি বাসে আগুন, রাজারহাটে নিয়ন্ত্রণে হারিয়ে খালে বাস

রাজ্য কলকাতা

ব্যস্ত সময় শহরে সরকারি বাসে চলন্ত বাসে আগুন। বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে একটি বাসে আগুন লাগে। সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় বিমানবন্দর সংলগ্ন এলাকায়।
ঘটনাস্থলে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট শার্কিট থেকেই আগুন লেগেছে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় একটি যাত্রী বোঝাই বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। আগুন ধরা মাত্রই আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু হয় বাসের ভিতরে। তবে কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। 
অন্যদিকে এদিন সকালেই রাজারহাটে অঞ্চলে একটি বাস দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে যাত্রী বেঝাই একটি বেসরকারি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে রাজারহাটের লাউদোহা মোড় সংলগ্ন এলাকায়। ঘটনায় প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটা নাগাদ যাত্রীবোঝাই বাসটি বেহালা থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ বাসটি ভারসাম্য হারিয়ে রাস্তায় বাঁধা রেলিং ভেঙে পাশের খালে পড়ে যায়। 
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও স্থানীয় থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগান। তাঁদের তৎপরতায় একে একে আহত যাত্রীদের খাল থেকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। আহতদের রাজারহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Comments :0

Login to leave a comment