Biswanath Chowdhury

রাজ্যের প্রাক্তন মন্ত্রী আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী প্রয়াত

রাজ্য

অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার বাম-গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা নেতৃত্ব এবং আরএসপি কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রাক্তন রাজ্য সম্পাদক, বামফ্রন্ট সরকারের কারা ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী কমরেড বিশ্বনাথ চৌধুরীর সংগ্রামী জীবনের শিবার  অবসান হয়েছে। 
শনিবার সকাল ৬ টা ৪০ মিনিটে 
এসএসকে ম হাসপাতালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
১৯৭৭ সালে তিনি বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত দীর্ঘকাল তিনি বালুরঘাটের বিধায়ক ছিলেন। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। ১৯৮৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দীর্ঘকাল তিনি বামফ্রন্ট মন্ত্রীসভার সদস্য ছিলেন। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আর এস পি রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

 কমরেড বিশ্বনাথ চৌধুরীর জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।। 

শোক বার্তায় তিনি বলেন,  বামফ্রন্ট সরকারের জনমুখী কর্মকান্ড এবং বামপন্থী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তাঁর অবদানের কথা সকলেই স্মরণে রাখবেন।  প্রয়াত কমরেডের পরিবার ও
আরএসপি'র সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Comments :0

Login to leave a comment