Gariahat

‘উৎসব’ নয় গড়িয়াহাট জুড়ে আক্ষেপ

রাজ্য কলকাতা

ভিজে যাওয়া জামা কাপড় শুকাতে ব্যাস্ত এক ব্যবসায়ী

আর কয়েক ঘন্টা পর গড়িয়াহাট এলাকার কয়েকটি বড় মন্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই এলাকা গুলোয় গতকালের দুর্যোগ কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে কলকাতা পৌরসভা থেকে পুজো কমিটির উদ্যোক্তারা। কিন্তু বিকেলে যেখানে মুখ্যমন্ত্রী আসবেন ঢাক বাজবে তার থেকে কয়েক মিটার দুরে দেখা গেলো অন্য চিত্র।
সোমবার রাতের বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। একাধিক রাস্তা জলের তলায় অনেক দোকানে জল ঢুকে গিয়েছে ক্ষতির মুখে পড়েছেন তারা। এই ক্ষতির হাত থেকে বাদ যায়নি গড়িয়াহাট এলাকার ফুটপাতের ছোট দোকানদাররা। গড়িয়াহাটের রাস্তায় সার দিয়ে শুকোচ্ছে জামা কাপড়। না এই গুলো পরোন কোন জামা নয়, সব নতুন উৎসবের জন্য স্টক তুলে ছিলেন ছোট ব্যবসায়ীরা। কিন্তু বৃষ্টি আর জমা জল তাদের ক্ষতির মুখে ঠেলে দিয়েছে।
ফার্ণ রোডের মুখে ছোট জামার দোকান গৌতম বসাকের। তাকে দেখা গেলো দোকানের ছোট কাঠের বাস্কটা থেকে একের পর এক ভিজে যাওয়া জামা কাপড় গুলো বের করে শুকানোর ব্যবস্থা করছেন। প্রথমে একটু কথা বলতে বিরক্ত হচ্ছিলেন। বোঝা গেলো ক্ষতির ধাক্কা কি ভাবে সামলাবেন তা ভেবে পাচ্ছেন না। ওই বিরক্তি নিয়েই তিনি বলেন, ‘অনেক কষ্ট করে এই সব তুলেছিলাম। মোটামুটি ভালোই বিক্রি হচ্ছিল। সব শেষ হয়ে গেলো। কি হবে জানি না। এতো জিনিস কি করবো? মহাজন কি আর ফেরত নেবে?’
শুধু গৌতম বসাক নয় এই প্রশ্ন গড়িয়াহাট ফুটপাথের সব ছোট ব্যবসায়ীদের। গড়িয়াহাট বাটার উল্টো দিকে সারা বছর পর্দা বিক্রি করেন বিজয় মণ্ডল। তিনিও ব্যাস্ত ভিজে যাওয়া জিনিস গুলোকে নিয়ে তার মুখেও একই কথা কি হবে তাদের। তিনি বলেন, ‘কাল দিদির এখানে আসার কথা ছিল পুজো উদ্বোধন করতে, জলের জন্য আসেনি আজ আসবে। কিন্তু আমাদের তো উৎসব মাটি হয়ে গেলো।’
সারা বছরে দুইবার ভালো বেচা কেনা হয় ফুটপাথের ছোট ব্যবসায়ীদের একটা চৈত্র সেল আর এই শারদীয়ার সময়। কিন্তু এবার শারদীয়ায় সেই ভাবে ভালো ব্যবসা তাদের হয়নি বলেই দাবি। তাদের কথায় প্রায় কয়েক মাস ধরে নিম্নচাপের যেই দাপট তাতে ভালো ব্যবসা হয়নি। শেষ কয়েকদিন হচ্ছিল। স্টকও তুলেছিলেন তারা কিন্তু এই বৃষ্টি তাদের সব আশায় জল ঢেলে দিয়েছে। এখন মুখ্যমন্ত্রী ঢাক বাজিয়ে উদ্বোধন করলেও গড়িয়াহাটের ছোট ব্যবসায়ীদের কাছে ‘উৎসব’এর কোন আনন্দ নেই।

Comments :0

Login to leave a comment