High Court

অনিকেত মাহাতকে আরজি করেই পোস্টিং দিতে হবে জানিয়ে দিল হাইকোর্ট

রাজ্য কলকাতা

আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতকে। আরজি করের পিজিটি অনিকেত মাহাত, আসফাকুল্লা নাইয়া, দেবাশীষ হালদারদের পোস্টিং নিয়ে বিতর্ক তৈরি হয়। 
অভিযোগ নিয়ম মেনে কাউন্সেলিং প্রক্রিয়ায় সিনিয়র রেসিডেন্টদের কাছে জানতে চাওয়া হয় তিনি কোথায় পোস্টিং চায়। তাদের কাছে তা জানতে চাওয়া হয় এবং তারা তা জানিয়েওছিলেন। কিন্তু তার পরেও শুধুমাত্র আরজি কর হাসপাতালের চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর সরকারের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে যারা আন্দোলনে নেমে ছিলেন সেই তিন জনই পছন্দের জায়গায় ‘পোস্টিং’ দেওয়া হয়নি। অনিকেতকে রায়গজ্ঞে পোস্টিং দেওয়া হয়, অন্যদিকে দেবাশিসকে মালদহের গাজোল, আসফাকুল্লাকে হুগলির আরামবাগে পোস্টিং দেওয়া হয়।
সরকারের বিরুদ্ধে এই নিয়ে মামলা করেন অনিকেত মাহাত। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অনিকেত মাহাতকে আরজি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে। 
সিঙ্গল বেঞ্চের এই রায় নিয়ে সন্তুষ্ট নয় রাজ্য। আগামী ৭ অক্টোবর পর্যন্ত রায় স্থগিত রাখার আবেদন জানায় রাজ্য। বিচারপতি বসু সেই আবেদন খারিজ করে দেন।

Comments :0

Login to leave a comment