Weather

শীতের আমেজ কলকাতায়, তাপমাত্রা আরও নামবে পূর্বভাস

রাজ্য কলকাতা

বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়ার পরিবর্তন শুরু,পারদপতন রাজ্যে। । আগামী কয়েকদিনে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সপ্তাহে দ্রুত নামবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের তাপমাত্রা। বরিবার সকালে হাওয়া অফিস সূত্রে জানা গেছে কলকাতায় তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নীচে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। আগামী কয়েক এই শীতের আমেজ থাকবে এদিন হাওয়া অফিস সূত্রে পাওয়া খবরে জানা গেছে। এখন আর বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিনদিনের মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আরও খানিকটা পরিবর্তন হবে। 
আএমডি জানিয়েছে, পরবর্তী চার দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পশ্চিমবঙ্গের। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক হতে থাকবে, তেমনি রাতের তাপমাত্রাও কমতে থাকবে। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে রয়েছে। আগামী দুই তিনদনের মধ্যে দিনে পারদ আরও ২-৩ ডিগ্রি নামতে পারে। হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 
হাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে জেলাগুলি যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় থাকবে শীতের অনুভূতি। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরের আবহাওয়ায় থাকবে শীতের অনুভূতি। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙডগের দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পঙ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা কোচবিহারে এখন আর বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতল হাওয়া বইতে শুরু করেছে। শীতের  আমেজে রয়েছেন উত্তরবঙ্গের মানুষ। তবে আগামী সপ্তাহে শীত আরও জোরালো হওয়ার সম্ভবনা রয়েছে। পশ্চিমী হাওয়ার দাপটে গোটা রাজ্যে শীতল হাওয়া বইতে শুরু করেছে। এদিন সকালে থেকে হালকা কুয়াশা দেখা গেছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। কুয়াশার পরিমাণ বাড়তে পারে দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ির সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গের আকাশ দিনভর পরিষ্কারই থাকবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রির মধ্যে চলাফেরা করবে। আইএমডি জানিয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র তাপমাত্রা ক্রমশ নামবে আগামী চার দিন। এখনও উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রবেশ করেনি পশ্চিমবঙ্গে সেই কারণে তাপমাত্রা কমলেও কনকনে ঠাণ্ডা এখনই নয়। তবে আহয়া অফিস জানাচ্ছে কনকনে শীত আগামী কয়েকদিন না পড়লেও রাজ্যের সর্বত্র মনোরম আবহাওয়া বিরাজ করবে।
 

Comments :0

Login to leave a comment