রবিবার দুপুরে বানারহাট থানায় অভিযোগ দায়ের হয় এক আদিবাসী মূকও বধির তরুণীকে নির্যাতনের। নির্যাতিতার শারীরিক মানসিক সমস্যা থাকার দরুন ঘটনা পরিবারের কাছে প্রকাশ হতে সময় লাগে। পরিবার এবং প্রতিবেশীদের কাছে প্রকাশ হতেই সকলে মিলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে অনুরোধ করেন দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে। সোমবারও অভিযুক্ত দুজনকে খুঁজে না পাওয়ায় পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে।
এলাকার মানুষ দাবি একের পর এক এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হচ্ছে না, তাই অপরাধের প্রবনতা ক্রমশ বাড়ছে।
সোমবার বানারহাটের নির্যাতিতার গ্রামের মানুষের মানুষের কাছে শোনা গেল আরও একটা নির্যাতনের ঘটনা। সে ঘটনা মাস চারেক আগে ঘটলেও চলতি মাসের ২২তারিখ জানাজানি হয়। তাদের বক্তব্য অত্যন্ত দরিদ্র পরিবারের এক কিশোরীকে ধর্ষণ করে স্থানীয় এক কর্মশালার কেয়ার টেকার। কিশোরীর বাবা একজন শ্রমিক মা হোটেলের কর্মী। অভিযোগ কেয়ার টেকারের স্ত্রী বিহারে তাঁর বাবার বাড়িতে গেলে ঘর পরিস্কারের জন্য এই নাবালিকাকে প্রায় দিন ডেকে নিয়ে যেত। অভিযোগ সেই সময়ে তার উপর নির্যাতন করা হয়। নাবালিকার শারিরীক সমস্যা দেখা গেলে মায়ের প্রশ্নের জবাব মেয়ে সব জানায়।
স্থানীয় মানুষের আরও অভিযোগ পরিবারের লোকজন কেয়ার টেকারকে ধরে জিজ্ঞাসাবাদ করে। সে সময়ে স্থানীয় তৃণমূল সহ আরও কিছু মাতব্বর এই ঘটনা চাপা দিতে রফার চেষ্টা করে। নাবালিকার পরিবার যদিও রফায় রাজি না হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযোগ পেয়ে সেই কেয়ার টেকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। নাবালিকাকে আইন মেনে হোমে পাঠানো হয়। মাত্র তিনদিনের মধ্যে দুটি নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসায় সমগ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিনও বানারহাট থানার আইসি ফোন না ধরায় তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি।
ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা সভানেত্রী মমতা রায় বলেন,‘‘আমরা বানারহাট থানায় গিয়ে কথা বলব যাতে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং ন্যায় বিচারের আওতায় আনা হয়। দুটি ঘটনা নিয়েই আমরা ডেপুটেশন দেব। এই ঘটনা থেকেই ফের প্রমাণিত এই রাজ্যের মহিলা, নাবালিকা, কিশোরী, যুবতি কেউ নিরাপদ নয়। মহিলাদের রাস্তায় নেমেই আন্দোলন করে নিজেদের সুরক্ষার রাস্তা খুঁজে নিতে হবে।
Dhupguri
৩ দিনে দুটি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল বানারহাটে
×
Comments :0