El Clasico

সুপার কাপে এল ক্লাসিকো

খেলা

রবিবার রাত ১২: ৩০ টায় (সোমবার) এল ক্লাসিকো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। সৌদি আরবের কিং আবদুল্লা স্টেডিয়ামে হবে খেলা। গতবারের এল ক্লাসিকোতে বার্সার কাছে ৪ -০ হারের ঘা এখনও শুকোয়নি। তাই সোমবারের ম্যাচে জিতে ট্রফি ঘরে তুলতে চায় রিয়াল মাদ্রিদ। বার্সিলোনাও এই মুহূর্তে লা লিগায় তৃতীয় স্থানে রয়েছে। এই ট্রফিটা জিততে তারাও মুখিয়ে থাকবে। ধীরে ধীরে ফর্মে ফিরছেন এমবাপ্পে। লড়াইটি মূলত হবে এমম্বাপ্পে, ভিনি, বেলিংহ্যাম, রদ্রিগোদের সাথে লেওয়ানডস্কি, পেদ্রি, রাফিনহাদের মধ্যেই। গতবার বার্সিলোনার কাছে ৪ গোলে হারের পর অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সেই সব সমালোচনার জবাব দিতে চান আন্সেলত্তি। প্রথমদিকে হ্যান্সি ফ্লিকের ট্যাকটিক্স নিয়ে প্রশংসা হলেও। বর্তমানে জোর সমালোচনা চলছে তার হাই লাইন ডিফেন্স নিয়ে। এর সুবিধাটা নিতে চাইবে রিয়াল মাদ্রিদ।

Comments :0

Login to leave a comment