দখলে রাখা প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কে বেআইনি বসতিকে অনুমোদন দিয়েছে ইজরায়েল।
পর্যবেক্ষকদের মত, ওয়েস্ট ব্যাঙ্ককে দু’ভাগ করার ব্যবস্থা হয়েছে। আসলে প্যালেস্তাইনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আটকাতে এই কৌশল নিল ইজরায়েল।
একাধিক দেশ প্যালেস্তাইনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানিয়েছে। ব্রিটেন বা ফ্রান্সের এমন পরিকল্পনার পিছনে আমেরিকাকে শুল্ক যুদ্ধের সময় চাপে রাখার পরিকল্পনাও রয়েছে বলে মত পর্যবেক্ষকদের।
তবে চীন অনেক আগেই প্যালেস্তাইনকে পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতির অবস্থান জানিয়েছে।
ইজরায়েলের অতি দক্ষিণপন্থী সরকারের অর্থমন্ত্রী ব্যাজেলেল স্মার্টরিখ সরাসরিই বলেছেন, ‘‘প্যালেস্তাইন রাষ্ট্রের পরিকল্পনা আলোচনার টেবিল থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। কেবল স্লোগান নয়, হাতেকলমে করে দেখানো হয়েছে।’’
কেবল গাজা নয়, ইজরায়েলের দখলদারি রয়েছে দশকের পর দশক ধরে গোটা প্যালেস্তাইনে। সে দেশের অপর অংশ ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েল লোক পাঠিয়ে বসতি তৈরি করে রেখেছে। যার মধ্যে অনেককে অস্ত্র জোগান দেয় ইজরায়েল। এই বসতি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ।
ইজরায়েলের নতুন সিদ্ধান্তে জেরুজালেমকে মালি আদুমিন বসতির সঙ্গে যোগ করা হবে। এই প্রকল্প বহুদিন ধরে আন্তর্জাতিক জনমতের চাপে আটকে ছিল।
পর্যবেক্ষকদের মত, এই প্রকল্প চালু হলে প্যালেস্তাইন রাষ্ট্রের ভাবনা কার্যত অসম্ভব হয়ে যাবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে প্রস্তাবিত প্যালেস্তাইন রাষ্ট্র সেক্ষেত্রে সম্ভব হবে না। ওয়েস্ট ব্যাঙ্কই দু’ভাগে ভেঙে যাবে।
Palestine
স্বাধীন প্যালেস্তাইন বানচালের প্রকল্পে চূড়ান্ত অনুমোদন ইজরায়েলের

×
Comments :0