২০২৪ এর লোকসভা নির্বাচনে এনডিএ বা ইন্ডিয়া কোন পক্ষের সাথেই যাবে না জনতা দল সেকুলার। মঙ্গলবার দলের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া জানিয়ে দিয়েছেন যে লোকসভা নির্বাচনে তার দল একা লড়াই করবে।
দেবেগৌড়ার ছেলে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী গত সপ্তাহে জানান যে তারা বিজেপির সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে লড়াই করবে। তার এই মন্তব্যের পরেই জল্পনা তৈরি হয় যে আগামী লোকসভা নির্বাচনে হয়তো এনডিএতে যোগ দেবে জনতা দল সেকুলার। তবে সেই জল্পনায় সাময়িক জল ঢেলে দিয়েছেন দেবেগৌড়া।
২০১৮ সালে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করে কুমারস্বামী। কিন্তু সেই সরকার বেশি দিন টেকেনি। বিজেপি বিধায়ক ভাঙিয়ে সরকার ফেলে দেয়। সেই সময় বিজেপির বিরোধীতা করলেও সম্প্রতি পাটনা এবং বেঙ্গালুরুর বৈঠকে দেখা যায়নি দেবেগৌড়ার দলকে।
প্রাক্তন প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘আমরা লোকসভা নির্বাচনে যাই আসন পাইনা না কেন আমরা একা লড়বো। যেখানে যেখানে আমাদের শক্তি আছে সেই সেই কেন্দ্রে আমরা প্রার্থী দেবো। কোন জোট হবে না।’’
Comments :0