কেরালার বাইরে থাকা এবং দেশের বাইরে থাকা কেরালার পড়ুয়াদের জন্য নতুন স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নতুন প্রকল্পের নাম ‘নরকা কেয়ার’। আগামী ১ নভেম্বর থেকে এই প্রকল্প চালু হবে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
এই প্রকল্পের আওতায় একজন শিক্ষার্থীরা ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা এবং ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা পাবেন। 
কেরালার ৫০০টি হাসপাতাল সহ দেশের ১৬,০০০-এরও বেশি হাসপাতালে এই প্রকল্পের আওতায় যারা আছেন তারা নিখরচায় চিকিৎসার সুবিধা পাবেন।
কেরালা সরকার জানিয়েছে ২২ অক্টোবর পর্যন্ত আবেদনকারিরা এই প্রকল্পের জন্য আবেদন জমা দিতে পারবেন। মুখ্যমন্ত্রী বিজয়ন এই প্রকল্প সম্পর্কে বলেছেন, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে কেরালার যেই সব পড়ুয়ারা রয়েছেন তাদের প্রতি সরকার দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে সরকার এই প্রকল্প চালু করেছে।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0