ফের বন দপ্তরের পাতা খাঁচায় আটকা পড়ল একটি চিতাবাঘ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের কাঁঠালধুরা চা বাগানের ১৬ নম্বর আবাদি এলাকায়। চিতাবাঘ খাঁচাবন্দী হওয়ায় চা বাগানের শ্রমিকদের মধ্যে সাময়িক স্বস্তি দেখা দিয়েছে বলে জানালেন শ্রমিকরাই। চা বাগানের শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত মাসখানেক যাবৎ ওই চা বাগানের বিভিন্ন শ্রমিক মহাল্লায় চিতাবাঘের উপদ্রব শুরু হয়েছিল। মাঝেমধ্যেই শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল হাঁস মুরগি নিয়ে যেত। চিতাবাঘের আতঙ্কে পাতা তোলার কাজে যাওয়ার আগে আবাদি এলাকায় পটকা ফাটিয়ে তবেই পাতা তোলার কাজ শুরু হত। চিতাবাঘের উপদ্রব থেকে বাঁচতে চা বাগান কর্তৃপক্ষ বন বিভাগের খুনিয়া স্কোয়ার্ডের দ্বারস্থ হয়।
গত বুধবার খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা চা বাগানের ১৬ নাম্বার সেকশনে খাঁচা পাতে। দুইদিন যেতে না যেতেই শুক্রবার সকালে চিতা বাঘের গর্জন শুনে শ্রমিকরা গিয়ে দেখে আটক হয়েছে চিতাবাঘ। খবর পেয়ে খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
খুনিয়া স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে জানান, প্রাথমিক পর্যবেক্ষণের পর চিতাবাঘ টিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। গত এক সপ্তাহে এ নিয়ে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে চারটি চিতাবাঘ উদ্ধার হয়েছে।
Leopard
ফের নাগরাকাটায় খাঁচা বন্দি চিতাবাঘ

×
Comments :0