এবার এএফসি বড়সড় শাস্তি ঘোষণা করলো মোহনবাগানের বিরুদ্ধে। গত ২ সেপ্টেম্বরে এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে ইরানের তাবরিজে ট্র্যাক্টর এফসির সাথে খেলা ছিল মোহনবাগানের। এই ভূখণ্ডে অশান্তির কারণে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান। দলের সমস্ত দেশি এবং বিদেশি খেলোয়াড়দের লিখিত আবেদনপত্রও এএফসি-কে পাঠানো হয়। ম্যাচটি একটি নিরপেক্ষ জায়গায় করার আবেদন জানানো হয়।
কিন্তু এবার এই ব্যাপারে বড়সড় সিদ্ধান্ত নিল এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে বাতিল করা হল মোহনবাগানকে। আগের রাভশান ম্যাচটিকেও বাতিল বলেই ধরা হল। রোনাল্ডোর ক্লাব আল নাসারও ঠিক একই কারণে ম্যাচ খেলতে যায়নি ইরানে। তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি এ এফসি। তবে এখনও চূড়ান্ত কিছুই হয়নি। মোহনবাগানের ব্যাপারটি সম্পূর্ণ খতিয়ে দেখবে এ এফসির শৃঙ্খলারক্ষা কমিটি। তবে এ এফসিতে মোহনবাগানের ফেরার সম্ভাবনা বড়ই ক্ষীণ।
Comments :0