তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে তৃণমূলের হাতছাড়া হল মুর্শিদাবাদের বেলডাঙ্গা ১ পঞ্চায়েত সমতি। বোর্ড গড়ল জোট। পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন কংগ্রেসের আজাদ মন্ডল ; সহকারী সভাপতি হয়েছেন সিপিআই(এম)’এর সামিনারা বিবি। এই ব্লকে ৩৯ আসনের মধ্যে ২২ টি আসন ছিল তৃণমূলের, কংগ্রেসের ছিল ১১ আসন , সিপিআই(এম) এর ছিল ৪ আসন , ছিলেন ২ বিজেপি সদস্য। এদিন তৃণমূলের দুই গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়। সভাপতি পদের জন্য প্রার্থী দেয় বাম, কংগ্রেসও। ত্রিমুখী হয় ভোটাভুটি। ভোটে জিতে সভাপতি হলেন কংগ্রেসের আজাদ মন্ডল ; সহকারী সভাপতি হয়েছেন সিপিআই(এম)’এর সামিনারা বিবি।
Panchayat Board formation of LF-INC
গোষ্ঠীর কোন্দলে মুর্শিদাবাদে পঞ্চায়েত সমিতি হাতছাড়া তৃণমূলের
×
Comments :0