অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তিকে মার্কিন নৌবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এই প্রথম কোন মহিলা মার্জকিন নৌসেনার সর্বচ্চ দায়িত্ব পালন করবেন। তবে এটি স্পষ্ট নয় যে তার পূর্বসূরি দায়িত্ব ছেড়ে যাওয়ার পর সেনেট তাকে ওই পদে বসার অনুমতি দেবে কিনা। কারণ একজন রিপাবলিকান আইনপ্রণেতা ২০০র বেশি সামরিক মনোনয়ন স্থগিত করে দিয়েছএন পেন্টাগনের সৈন্যদের সহায়তা করার সিদ্ধান্তের প্রতিবাদে, যেখানে গর্ভপাত করার কথা বলা হয়েছে।
বিডেন এক বিবৃতিতে বলেছেন, ‘‘ফ্রাঞ্চেটি একজন কমিশন্ড অফিসার হিসাবে আমাদের দেশের জন্য ৩৮ বছর কাজ করছেন, বর্তমানে তিনি নৌ অপারেশনের ভাইস চিফের দায়িত্বে রয়েছেন।’’
বাইডেন তার বিবৃতিতে আরও বলেছেন যে, ‘‘তিনি দ্বিতীয় মহিলা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চার-তারা অ্যাডমিরাল পদমর্যাদা অর্জন করেছেন। সেনেটের অনুমতি পেলে তিনি আবার ইতিহাস তৈরি করবেন প্রথম নারী হিসেবে নৌবাহিনীর প্রধান এবং জয়েন্ট চিফস অফ স্টাফ হিসাবে দায়িত্ব পালন করে।’’
ফ্রাঞ্চেটি একটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী, একটি ডেস্ট্রয়ার স্কোয়াড্রন এবং দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কমান্ডিং সারফেস ভেসেলের একটি সিরিজে কাজ করেছেন। তিনি ইউরোপ এবং সেইসাথে আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার ছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে নৌ অভিযানের ভাইস চিফ হন।
অ্যাডমিরাল মাইক গিল্ডে আগামী মাসে নৌবাহিনীর প্রধান হিসাবে তার চার বছরের মেয়াদ শেষ করতে চলেছেন। তবে ফ্রাঞ্চেটির নিশ্চিতকরণ সম্ভবত সেনেটর টমি টিউবারভিল আটকে রাখবেন বলে মনে করছেন অনেকে, তিনি কয়েক মাস ধরে সামরিক মনোনীতদের অনুমোদন দিতে বিলম্ব করছেন।
তিনি সিনেটর পেন্টাগনের পরিষেবা সদস্যদের প্রশাসনিক অনুপস্থিতিতে ‘‘নন-কভারড রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার’’ গ্রহণ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন।
তবে বিডেন বিবৃতিতে টিউবারভিলকে নিশানা করে বলেছেন, মনোনীতদের অনুমোদনে বিলম্ব করা শুধু ভুল নয় - এটি বিপজ্জনক।
মার্কিন রাষ্ট্রপতির কথায়, ‘‘গোটা বিশ্বে নিরাপত্তা বাহিনীকে শক্তিশালি করা নিয়ে দেশ গুলির মধ্যে যেই প্রতিযোগীতা চলছে তাতে এই ধরনের কাজ মার্কিন যুক্ররাষ্ট্রকে দুর্বল করছে। যার ফলে গোটা বিশ্বের মধ্য সব থেকে শক্তিশালী সেনা বাহনিী হিসাবে মারকিন যুক্তরাষ্ট্রের যেই পরিচিত তা ঝুঁকির মধ্যে পড়ছে।’’
Lisa Franchetti
মার্কিন নৌসেনার প্রধান হতে চলেছেন অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তি
×
Comments :0