দুদিনের বৃষ্টিতে হিমাচল প্রদেশে ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে মন্দিরের নিচে চাপ পরে। কেন্দ্রীয় হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। গত রাতে হিমাচল প্রদেশের সোলানে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখনই একটি শিব মন্দিরে ভেঙে যায় আর সেই ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু হয় একই পরিবারের ৯ জনের। শিমলা শহরেও বৃষ্টিতে ভেঙে পড়ে একাধিক বাড়। সেই ধ্বংসাবশেষে কমপক্ষে ২০ জন আটকে রয়েছে বলে জানান শিমলার ডিপুটি কমিশনার আদিত্য নেগি। দ্রুত গতীতে উদ্ধারকার্য চলছে বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
এদিকে প্রবল বৃষ্টিতে উত্তরাখন্ডে জলের তোড়ে ভেষে গেল দুন ডিফেন্স কলেজের বাড়িটি। বৃষ্টিতে ফুলে ফেপে ওঠে বন্ডল নদী। সেই নদীর তীরেই অবস্থিত দুন ডিফেন্স কলেজের দেহেরাদুন মালদেবতা কলেজ ক্যাম্পাসটি। নদীতে জল বাড়তে বাড়তে এমন সীমায় পৌছায় যে কেলেজ বাড়িটির নিচের মাটি সরে গিয়ে সেটি নদীতে তলিয়ে যায়। গত ২৪ ঘন্টা ধরে টানা বৃষ্টি হচ্ছে সে রাজ্যে। উত্তরাখন্ডের আবহাওয়া দপ্তর দেরাদুন, নইনিতাল সহ ছয় জেলায় লালা সতর্কতা জারি করেছে। ইতিমধ্যে টানা বৃষ্টিতে ৬০ জনের মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জন নিখোঁজ।
Comments :0